সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান ক্যানোনিকাল ইন্টারমেট্রিক্স-ইউ৭ নামের
উবুন্টু অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেট কম্পিউটার বাজারে ছাড়ার ঘোষণা
দিয়েছে। এই প্রতিষ্ঠানই সর্বপ্রথম উবুন্টু ট্যাবলেট বাজারে আনতে যাচ্ছে।
ক্রেতারা আগামী অক্টোবরে চাহিদা জানাতে পারবেন বলে জানা গেছে।
এই ট্যাবলেট বাজারজাত করা প্রসঙ্গে ক্যানোনিকালের পক্ষ থেকে কিছু জানানো
হয়নি। তবে আগে জানানো হয়েছিল যে ২০১৪-এর বসন্তের সময় উবুন্টু অপারেটিং
সিস্টেমের ট্যাবলেট সংস্করণ অবমুক্ত করা হতে পারে। যদিও উবুন্টু অপারেটিং
সিস্টেমের টাচ ইন্টারফেস তৈরির কাজ অনেকটাই এগিয়ে রয়েছে।
প্রাথমিকভাবে এই ট্যাবলেটির দাম হতে পারে ২৯৯ ডলার। যদিও চুক্তির
নীতিমালায় উল্লেখ করা হয়েছে যে এই পণ্যের উৎপাদন এখনো শুরু করা হয়নি এবং
উৎপাদনের তারিখ পেছাতে পারে।
উৎপাদন শুরুর আগে ট্যাবলেট কম্পিউটারের বৈশিষ্ট্যও পরিবর্তন হতে পারে। সে কারণে পণ্যটির দামেও কিছুটা পরিবর্তন আসতে পারে।
টাচস্ক্রিন প্রযুক্তির উপযোগী সব বৈশিষ্ট্য এবং মান উন্নয়ন সম্পন্ন হওয়ার
অনেক আগেই এ ধরনের ট্যাবলেট বাজারজাত করার ঘোষণা আসায় অনেকেই এই বিষয়ে
নিশ্চিত হতে পারছেন না।
এই ট্যাবলেটে থাকতে পারে ১.৫ গিগাহার্জ কোয়াড-কোর কর্টেক্স এ৯ প্রসেসর,
কোয়াড কোর ভিভ্যান্ট জিসি১০০০+ জিপিইউ, ১ গিগাবাইট মেমোরি, ১৬ গিগাবাইট
ফ্ল্যাশ ড্রাইভ, ৭ ইঞ্চির পর্দা ইত্যাদি।
Subscribe to:
Post Comments (Atom)
BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.
1 comments:
thats really a good news.
Post a Comment