Wednesday, March 6, 2013

সবচেয়ে ধনী প্রযুক্তিবিদ বিল গেটস

| |
ফোর্বসের করা বিশ্বের ধনী ব্যক্তিদের নতুন তালিকায় প্রযুক্তিবিদ হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন বিল গেটস। বিশ্বের কোটিপতিদের তালিকায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোর কর্ণধারদের আধিপত্য রয়েছে।
সোমবার ফোর্বস সাময়িকীতে প্রকাশিত সাম্প্রতিক এ তালিকায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ল্যারি অ্যালিসন, সের্গেই ব্রিন, মাইকেল ডেলসহ চেনা নামগুলোই ধনী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছে।
ফোর্বসের তালিকা অনুযায়ী, ছয় হাজার ৭০০ কোটি মার্কিন ডলার সম্পদের মালিক বিল গেটস তালিকার শীর্ষে রয়েছেন। ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন চার হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের আর্থিক মূল্যের সম্পদের মালিক হওয়ায় তালিকায় দুই নম্বরে স্থান পেয়েছেন। আমাজনের জেফ বেজোস রয়েছেন তিনে। তাঁর সম্পদের পরিমাণ দুই হাজার ৫০০ কোটি টাকা। এর পরের অবস্থানে আছেন গুগলের ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। তার পরের অবস্থানটি মাইকেল ডেলের। এ ছাড়া তালিকায় রয়েছেন পল অ্যালেন ও মার্ক জাকারবার্গ।

0 comments:

Post a Comment







Backlink Builder

Enter Keyword (Theme)

BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.

Translate

adf

ShareThis