Wednesday, March 6, 2013

মোবাইল ফোন ‘আনলক’ করার পক্ষে হোয়াইট হাউস

| |
মোবাইল ফোন ব্যবহারকারীদের ফোন আনলক বৈধ করা বা নতুন মোবাইল থেকে যেকোনো মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সেবা গ্রহণের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে জানানো হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে মোবাইল ফোন আনলক বন্ধ করার প্রতিবাদে এক লাখের বেশি মানুষের স্বাক্ষর করা একটি অনলাইন পিটিশন হোয়াইট হাউসে গেলে যুক্তরাষ্ট্রের সরকার এ অবস্থান নেয়।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে ফোন আনলকের বিষয়ে নিয়ম করা হয়েছিল যে, একজন গ্রাহক তাঁর যে অপারেটরের কাছ থেকে তিনি ফোনসেটটি পেয়েছেন তার বাইরে অন্য অপারেটরের সিমকার্ড ব্যবহার করতে পারবেন না।

0 comments:

Post a Comment







Backlink Builder

Enter Keyword (Theme)

BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.

Translate

adf

ShareThis