Thursday, March 21, 2013

১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে ইউটিউব

| |
গুগলের ভিডিও শেয়ার করার ওয়েবসাইট ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। আজ ২১ মার্চ বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, মাসিক ইউনিট ভিজিটর বা প্রতি মাসে একবার অন্তত ইউটিউবের ভিডিও দেখেন এমন সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। খবর রয়টার্সের।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীর ৫০ শতাংশ মানুষই এখন ইউটিউবের ভিডিও দেখেন।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছিল ২০১২ সালে।

0 comments:

Post a Comment







Backlink Builder

Enter Keyword (Theme)

BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.

Translate

adf

ShareThis