মুঠোফোনে কথা বলতে না বলতেই চার্জ শেষ? আশপাশে চার্জ দেওয়ার সুযোগ-সুবিধাও
নেই! কী আর করা; পকেটে রাখা চাবির রিং থেকে চার্জ দিয়েই প্রয়োজনীয় কথা
সেরে ফেলুন। বিষয়টা কিন্তু বাস্তবে খুব শিগগির ঘটতে যাচ্ছে। বিনিয়োগ পেলে
কিছুদিনের মধ্যেই ‘ফুয়েল মাইক্রো’ নামের একটি ক্ষুদ্রাকৃতির মুঠোফোন
চার্জার তৈরি হয়ে যাবে। অন্তত কিকস্টার্টার নামের একটি ওয়েবসাইটে
বিনিয়োগ চেয়ে এমন একটি প্রকল্প সম্প্রতি জমাও পড়েছে।
ফুয়েল মাইক্রো নামের এ চার্জারটিকে চাবির রিং হিসেবেও ব্যবহার করা যাবে।
যুক্তরাষ্ট্রের এক প্রযুক্তি পণ্য উদ্ভাবক কিকস্টার্টারে তাঁর এ বিষয়ক
প্রকল্পটি প্রকাশ করেছেন। দুই লাখ ডলার বিনিয়োগ পাওয়ার লক্ষ্য নিয়ে এ
প্রকল্পটি চালু করেছেন মেকার্স ডেভোটেক নামের এই প্রযুক্তি উদ্ভাবক।
মেকার্সের প্রকল্পটিতে বলা হয়েছে, ‘ফুয়েল মাইক্রো’ হতে যাচ্ছে বিশ্বের
ক্ষুদ্রতম মুঠোফোন চার্জার।
‘ফুয়েল মাইক্রো’ চার্জারটি জরুরি চার্জ দেওয়ার জন্য সঙ্গে রাখা যাবে এবং
চাবির রিং হিসেবেও ব্যবহার করা যাবে। ফুয়েল মাইক্রোতে যে পরিমাণ চার্জ
থাকবে, তাতে আধা ঘণ্টা কথা বলা যাবে। একবার চার্জ দিলে তিন মাস পর্যন্ত এ
চার্জারটিতে চার্জ থাকবে, যা জরুরি সময়ে কাজে লাগানো যাবে।
ফুয়েল মাইক্রোর সঙ্গে থাকা ইউএসবি চার্জার দিয়ে আইফোন বাদে সব
স্মার্টফোনেই চার্জ দেওয়া যাবে। পরবর্তী সময়ে আইফোনের জন্য আলাদা সংস্করণ
তৈরি করবে মেকার্স ডেভোটেক। অ্যালুমিনিয়ামের তৈরি এ পণ্যটির দাম হবে ২৫
মার্কিন ডলার।
Subscribe to:
Post Comments (Atom)
BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.
0 comments:
Post a Comment