Monday, March 11, 2013

সৌরশক্তিতেই চার্জ হবে স্মার্টফোন, ট্যাবলেট

| |
স্মার্টফোনে নানা অ্যাপ্লিকেশনের ব্যবহারে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। আশার কথা, সমস্যা দূর করতে যুক্তরাষ্ট্রের গবেষকেরা স্মার্টফোনে ব্যবহার করা যায় এমন হালকা-পাতলা, নমনীয় সৌর-কোষ উদ্ভাবনে কাজ করছেন। এক খবরে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
সৌর কোষ নির্মাতা প্রতিষ্ঠান আলটা ডিভাইসেসের গবেষকেরা সম্প্রতি ‘গ্যালিয়াম আর্সেনাইড’ ব্যবহার করে সৌর কোষ উদ্ভাবন করেছেন যা স্মার্টফোন ও ট্যাবলেটের সঙ্গে যুক্ত করা যায় এবং সৌরশক্তির সাহায্যে তা চার্জ দেওয়া যায়।
গবেষকেদের দাবি, সাধারণ সিলিকনের তৈরি সৌর-কোষের তুলনায় ‘গ্যালিয়াম আর্সেনাইড’ ব্যবহার করে তৈরি সৌর-কোষ অনেক বেশি কার্যকর এবং কম আলোতেও চার্জ তৈরি করতে পারে।‘গ্যালিয়াম আর্সেনাইড’ মূলত মহাকাশ সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে ব্যবহূত হয়।
গবেষকেরা পরীক্ষামূলকভাবে স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনসহ অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনে এ সৌর-কোষ ব্যবহার করে সাফল্য পেয়েছেন।
শিগগিরই হয়তো কার্যকর সৌর-কোষনির্ভর স্মার্টফোন, ট্যাবলেট বাজারে দেখা যাবে। ইলেকট্রনিক পণ্য ছাড়াও গাড়ি ও অন্যান্য যন্ত্রে সৌর-কোষ ব্যবহার করা যাবে বলেই গবেষকেরা ধারণা করছেন।

0 comments:

Post a Comment







Backlink Builder

Enter Keyword (Theme)

BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.

Translate

adf

ShareThis