বাতাসে ‘বাদুড়’ যেভাবে ভেসে থাকে সেভাবেই কম্পিউটারের সামনে বাতাসে ভেসে
থাকবে মাউস। চেক রিপাবলিকের রাজধানী প্রাগের নকশাবিদ ভাদিম কিবারডিন অদ্ভুত
ধরনের এ কম্পিউটার মাউস উদ্ভাবন করেছেন। বাতাসে ভেসে থাকার কারণে কিবারডিন
এ মাউসের নাম রেখেছেন ‘ব্যাট’ মাউস বা বাদুড় মাউস।
এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, কিবারডিন ডিজাইন নামের একটি প্রতিষ্ঠান
তারবিহীন কম্পিউটারের মাউসটির নকশা করেছে। এ প্রতিষ্ঠানটি তৈরি করেছেন
রাশিয়ান বংশোদ্ভূত নকশাবিদ ভাদিম কিবারডিন। মাউসটির পাশাপাশি বিশেষ মাউস
প্যাডের নকশাও করেছেন তিনি। মাউস ও মাউস প্যাডের সঙ্গে রয়েছে চৌম্বকক্ষেত্র
যা মাউস প্যাডের ওপরে মাউসটিকে ভেসে থাকতে সাহায্য করে।বিশেষজ্ঞরা বলেন, সাধারণ কম্পিউটার মাউস ব্যবহারে হাতের স্নায়ুর ক্ষতি হয়। কবজি ও আঙুলে ব্যথা হয়। এছাড়াও দীর্ঘদিন মাউস ব্যবহারে কারপাল টানেল সিনড্রোম নামে হাত ও কবজিতে এক ধরনের সমস্যা দেখা দেয়। কিবারডিনের তৈরি ব্যাট মাউস বাতাসে সুবিধামতো ব্যবহার করা যাবে ফলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি মিলবে।
বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ভাদিম কিবারডিনের এ ‘ব্যাট’ বা বাদুড় মাউস। শিগগিরই সাদা ও কালো রঙে বাজারে আসবে বাতাসে ভেসে থাকার বৈশিষ্ট্যযুক্ত ব্যাট মাউস।
0 comments:
Post a Comment