Thursday, March 21, 2013

সাত বছরে টুইটার

| |
আজ ২১ মার্চ মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার তাঁর ৭ বছর পূর্ণ করল। মাত্র ১৪০ অক্ষরে মনের ভাব প্রকাশ করা বা টুইটের মাধ্যমে সারা বিশ্বের সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে টুইটার। আরব বসন্ত, সামাজিক আন্দোলনসহ বিভিন্ন ক্ষেত্রে টুইটারকে বেছে নিয়েছেন ব্যবহারকারীরা।
টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে টুইটারে ২০ কোটি সক্রিয় ব্যবহারকারী আছেন। প্রতিদিন টুইটার প্ল্যাটফর্ম ব্যবহার করে ৪০ কোটিরও বেশি টুইট করা হয়।
টুইটারের জন্মদিন উপলক্ষে আজ টুইটার কর্তৃপক্ষ একটি ভিডিও পোস্টের মাধ্যমে টুইটারের বিভিন্ন অর্জনগুলো তুলে ধরেছে।
২০০৬ সালের ২১ মার্চ টুইটার প্রথম চালু করেছিলেন প্রতিষ্ঠান জ্যাক ডরসি। ১৫ জুলাই টুইটার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল। ‘জাস্ট সেটিং আপ মাই টুইটার’ নামে প্রথম টুইট করেছিলেন তিনি।

এক নজরে টুইটার

ধরন: ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান
সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে
টুইটারের প্রধান ব্যক্তি: জ্যাক ডরসি (চেয়ারম্যান), ডিক কোসটোলো (সিইও), ইভান উইলিয়ামস (উত্পাদন কৌশল), বিজ স্টোন (ক্রিয়েটিভ ডাইরেক্টর)
আয়: ১৫ কোটি ডলার
কর্মী: ৩৫১ জন
সাইটের ধরন: সামাজিক যোগাযোগ, মাইক্রোব্লগিং
সক্রিয় ব্যবহারকারী: ২০ কোটি
প্রতিদিন টুইট: ৪০ কোটি
ওয়েবসাইট: টুইটার ডটকম

0 comments:

Post a Comment







Backlink Builder

Enter Keyword (Theme)

BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.

Translate

adf

ShareThis