Monday, March 18, 2013

গুগল রিডারের পক্ষে লাখো স্বাক্ষর

| |
গুগলের রিডার সার্ভিস বন্ধ না করে এটি চালু রাখার দাবিতে এক লাখেরও বেশি ব্যবহারকারী একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন।
টেলিগ্রাফ অনলাইনের এক খবরে বলা হয়েছে, চেঞ্জ ডটঅর্গের এ পিটিশন পাতাটি ৬ দিনে চার লাখের বেশি পেজ ভিউ পেয়েছে। গুগল কর্তৃপক্ষকে রিডার সেবাটি বন্ধ না করার অনুরোধ করে পিটিশনে সই করেছেন এর ব্যবহারকারীরা।
১ জুলাই গুগল রিডার বন্ধ করে দেবে এমন ঘোষণার পর ‘সেভ গুগল রিডার’ নামে একটি পিটিশনে সোচ্চার হন গুগলের রিডার ব্যবহারকারীরা। গুগল রিডারকে বাঁচানোর জন্য এরকম আরও আটটি পিটিশনে স্বাক্ষর নেওয়া হচ্ছে।
চলতি বছরের জুলাই মাসে ব্লগ ও সংবাদ পাঠের বিশেষ সুবিধা ‘গুগল রিডার’ সেবাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল কর্তৃপক্ষ।
বিশ্লেষকেরা ধারণা করছেন, গুগলের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘গুগল প্লাস’ কে গুরুত্ব দিতে এবং ‘গুগল রিডার’-এর জনপ্রিয়তা কমে যাওয়ার কারণেই এ সিদ্ধান্ত নিচ্ছে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠানটি।
গুগলের এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, গুগল রিডারের পাঠক কমে যাওয়া এবং অন্যান্য সেবাগুলোর গুরুত্ব দিতে ‘রিডার’ বন্ধ করে দেওয়া হবে। তাই জুলাই মাসের আগেই ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সরিয়ে নিতে হবে।
২০০৫ সালে ‘রিডার’ সেবাটি চালু করেছিল গুগল। রিয়েলি সিম্পল সিন্ডিকেশন ফিডস (আরএসএস) ব্যবহার করে বিভিন্ন ব্লগ ও জনপ্রিয় ওয়েবসাইটগুলো থেকে সংবাদ পড়ার সুবিধা রয়েছে গুগল রিডারে।
গুগল রিডারের বিকল্প হতে পারে ফিডলি, ফ্রেন্ডফিড, নেটভাইবস সেবাগুলো।

0 comments:

Post a Comment







Backlink Builder

Enter Keyword (Theme)

BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.

Translate

adf

ShareThis