আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করেছে ‘রেডিও স্বাধীন ৯২.৪ এফএম’। গতকাল বুধবার
দুপুরে রাজধানীর এশিয়াটিক সেন্টারে এ সম্প্রচার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী
হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের
যুগ্ম সচিব রেবা রানী সাহা, এশিয়াটিক থ্রি সিক্সটির গ্রুপ চেয়ারম্যান আলী
যাকের, রেডিও স্বাধীন ৯২.৪ এফএমের ব্যবস্থাপনা পরিচালক সারা যাকের, পরিচালক
আসাদুজ্জামান নূর, নির্বাহী পরিচালক নেভিল ফেরদৌস হাসান ও পরিচালক ইরেশ
যাকের।
হাসানুল হক ইনু বলেন, ‘জনগণের জন্য তথ্যের সহজ অধিকারে বিশ্বাসী গণতন্ত্র।
রেডিও একটি শক্তিশালী মাধ্যম এবং জনতা ও সরকারের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ
সেতুবন্ধ। রেডিও গণতন্ত্রের আরেকটি প্রতিরূপ। আশা করব, স্বাধীনতাযুদ্ধ আর
গণতন্ত্রের মূল্যবোধে রেডিও স্বাধীন সমগ্র জাতি ও বাংলাদেশের জনগণের সেবায়
নিয়োজিত থাকবে।
Subscribe to:
Post Comments (Atom)
BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.
0 comments:
Post a Comment