Wednesday, March 6, 2013

চোখ নাড়িয়ে ইমেইল স্ক্রল!

| |
মোবাইল ফোনে যুক্ত হতে যাচ্ছে আই-ট্র্যাকিং প্রযুক্তি। অর্থাত্ এর ফলে চোখের ইশারা পড়তে পারবে মোবাইল ফোন। ইমেইল পড়ার সময় চোখ দিয়ে ইমেইল নিয়ন্ত্রণ করা যাবে। চোখ নীচের দিকে নামালে মেইলও স্বয়ংক্রিয় স্ক্রল হবে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন ‘এস ৪’ এ আইট্র্যাকিং প্রযুক্তি যুক্ত করবে প্রতিষ্ঠানটি। ১৪ মার্চ নিউইয়র্কের একটি অনুষ্ঠানে স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দেবে স্যামসাং।
স্যামসাং কর্মকর্তাদের বরাতে ব্লুমবার্গ একটি প্রতিবেদনে জানিয়েছে, আইট্র্যাকিং প্রযুক্তি থাকায় স্ক্রল করা বা নতুন অপশনে যাওয়ার জন্য টাচ করার প্রয়োজন পড়বে না। চোখের ইশারায় স্মার্টফোন চালানো যাবে। স্যামসাংয়ের পেটেন্ট করা ‘আই স্ক্রল’ প্রযুক্তিটিই গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনে ব্যবহূত হতে পারে। উন্নত রেজুলেশনের হালকা-পাতলা স্মার্টফোনটিতে থাকবে দ্রুতগতির প্রসেসর। স্মার্টফোনটির দাম ও নতুন ফিচার জানতে আর এক সপ্তাহ অপেক্ষায় থাকতেই হচ্ছে আগ্রহীদের।

0 comments:

Post a Comment







Backlink Builder

Enter Keyword (Theme)

BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.

Translate

adf

ShareThis