Friday, March 8, 2013

বছরে ২৩ দিন যায় মোবাইলে!

| |
৩৬৫ দিনের মধ্যে ২৩ দিন ব্যয় হচ্ছে শুধু মোবাইলের পেছনে! যুক্তরাজ্যের গবেষকেরা হিসাব করে দেখেছেন, গড়ে বছরের প্রায় ২৩ দিন সময় ব্যয় হচ্ছে শুধু মোবাইলে কথা বলা, বার্তা পাঠানো, অ্যাপ্লিকেশন আর গেম খেলতে। যুক্তরাজ্যের মোবাইল ফোন ইনস্যুরেন্স ওয়েবসাইট ‘মোবাইল ইনস্যুরেন্স’ দুই হাজার ৩১৪ জন ব্যক্তিকে নিয়ে একটি জরিপ চালিয়েছে। জরিপে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, মোবাইলের পেছনে গড়ে প্রতিদিন দেড় ঘণ্টা করে সময় ব্যয় করেন তাঁরা।
গবেষকেরা হিসাব করে দেখেছেন, ৩৬৫ দিনের মধ্যে প্রায় ২৩ দিন সময় মানুষের কেড়ে নিচ্ছে শুধু মোবাইল ফোনের ব্যবহার। মানুষের গড় আয়ুর হিসাব ধরলে মোবাইল ব্যবহারের সময় দাঁড়ায় ১৪১৪ দিন বা প্রায় চার বছর!

0 comments:

Post a Comment







Backlink Builder

Enter Keyword (Theme)

BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.

Translate

adf

ShareThis