Friday, March 15, 2013

মিথ্যা যত ফেসবুকে

| |
যুক্তরাজ্যের প্রায় দুই হাজার নারীর মধ্যে চালানো এক জরিপে দেখা গেছে, প্রতি চারজন নারীর মধ্যে একজন মাসে অন্তত একবার ফেসবুক তথ্য অতিরঞ্জিত করেন বা মিথ্যার আশ্রয় নেন। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।
এ প্রসঙ্গে মনস্তাত্ত্বিকেরা জানিয়েছেন, জীবনকে আরও রোমাঞ্চকর করে তুলতেই ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট নিয়ে ক্রমাগত মিথ্যা কথা বলেন নারীরা। যুক্তরাজ্যের বাজার গবেষণা ও অনলাইন জরিপকারী প্রতিষ্ঠান ওয়ানপোলের করা জরিপে দেখা গেছে, এক-তৃতীয়াংশ নারী ফেসবুক বা টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে একটা পর্যায়ে গিয়ে আর ‘সত্’ থাকেন না বলেই স্বীকার করেছেন। ৩০ শতাংশ বাড়িতে বসে থাকলেও কাজ করার কথা লেখেন বলে জানিয়েছেন। পাঁচজনের একজন জানিয়েছেন, তিনি তাঁর সম্পর্কের বিষয়টির ক্ষেত্রে মিথ্যা তথ্য দেন।
জরিপে অংশ নেওয়া নারীদের অধিকাংশই মত দিয়েছেন, তাঁরা ফেসবুক বা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে এমনভাবে ভান করে পোস্ট দেন যে, তিনি এই মুহূর্তে কোথাও বেড়াতে গেছেন, অথচ বাস্তবতা হচ্ছে, ওই সময় একা বাড়িতে বসে তিনি বিরক্ত।
মনস্তত্ত্ববিদেরা জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে এভাবে ভুয়া বা মিথ্যা তথ্য লেখার কারণ হতে পারে বিরক্তি, অপরের রোমাঞ্চকর মন্তব্য দেখে হিংসা বা বন্ধু ও সহকর্মীদের খুশি করার চেষ্টা করা।
গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ফলে মানুষ কাছে আসার বদলে পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যুক্তরাজ্যের মনস্তত্ত্ববিষয়ক পরামর্শক মাইকেল সিনক্লেয়ার বলেন, ‘আমরা অনলাইনের দুনিয়ায় নিজেদের জাহির করতে কঠোর পরিশ্রম করি। আমরা খুশি হওয়ার ভান করতে চেষ্টা চালিয়ে যাই, যা কখনোই পূর্ণ হয় না।

0 comments:

Post a Comment







Backlink Builder

Enter Keyword (Theme)

BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.

Translate

adf

ShareThis