হার্ডওয়্যার নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ভিডিও গেম নির্মাতা
প্রতিষ্ঠান ভালভ। আগামী চার মাসের মধ্যেই ভালভের তৈরি ভিডিও গেম কনসোল
পরীক্ষামূলকভাবে বাজারে আসবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্যাব
নিউওয়েল এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
এ প্রসঙ্গে গ্যাব নিউওয়েল জানিয়েছেন, হার্ডওয়্যার তৈরির কাজ শুরু করেছে
ভালভ। প্রতিষ্ঠানটি ‘স্টেম বক্স’ নামে একটি গেম কনসোল ও এর সফটওয়্যার তৈরি
করছে।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ‘স্টেম বক্স’ কনসোলটি জনপ্রিয় গেম
কনসোল এক্সবক্স ৩৬০, প্লেস্টেশন ৩ -এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম
হবে।
কনসোলটিতে নতুন প্রযুক্তির কন্ট্রোলার থাকছে। পাশাপাশি ডিভাইসটি টেলিভিশন বা কম্পিউটার যেকোনো ডিসপ্লেতেই কাজ করবে।
Subscribe to:
Post Comments (Atom)
BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.
0 comments:
Post a Comment