Friday, March 8, 2013

স্যামসাং আনবে ৫.৯ ইঞ্চি ফ্যাবলেট!

| |
চলতি বছরের শেষ নাগাদ ৫.৯ ইঞ্চি মাপের ফ্যাবলেট বাজারে আনতে পারে স্যামসাং। সম্প্রতি ‘কোরিয়া টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর গ্যালাক্সি এস৪ স্মার্টফোনটির পর ৫.৯ ইঞ্চি মাপের ফ্যাবলেট বাজারে আনবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
ট্যাবলেটের চেয়ে আকারে ছোট আর স্মার্টফোনের চেয়ে আকারে বড় পণ্যকে ফ্যাবলেট বলেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
স্যামসাংয়ের অভ্যন্তরীণ একটি সূত্রের বরাতে কোরিয়া টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, স্যামসাংয়ের ফ্যাবলেটে ৫.৯ ইঞ্চি মাপের লাইট-এমিটিং ডায়োড বা ওএলইডি ডিসপ্লে ব্যবহূত হবে। পাশাপাশি এতে থাকবে আট কোরের এক্সিনয়িস প্রসেসর। গত ৮ থেকে ১১ জানুয়ারি যুক্তরারে লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় এক্সিনয়িস ৫ অক্টা প্রসেসর নামের আট কোরের প্রসেসর দেখিয়েছিল স্যামসাং।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ‘কোরিয়া টাইমস’-এর আরেকটি প্রতিবেদনে ৬.৩ ইঞ্চি মাপের স্যামসাং গ্যালাক্সি নোট থ্রি তৈরির কথা জানানো হয়েছিল।
প্রযুক্তি গবেষকেরা জানিয়েছেন, স্যামসাংয়ের বর্তমান নোট টু স্মার্টফোনটির আকারের কারণে একে ট্যাবলেট ও স্মার্টফোনের মাঝামাঝি পণ্য ‘ফ্যাবলেট’ বলা হয়। ৫.৯ ইঞ্চির ফ্যাবলেট ও ৬.৩ ইঞ্চি মাপের অ্যামোলেড ডিসপ্লেযুক্ত নোট থ্রি স্মার্টফোনটি ফ্যাবলেটের চেয়েও বড় হবে।
স্যামসাংয়ের ভবিষ্যতের ফ্যাবলেটে নমনীয় বা সহজেই ভাঁজ করা যায় এমন প্রযুক্তির ডিসপ্লে ব্যবহূত হতে পারে বলেও ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। স্যামসাং আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ১৪ মার্চ নিউইয়র্কে গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোনের ঘোষণা দিতে পারে স্যামসাং।

0 comments:

Post a Comment







Backlink Builder

Enter Keyword (Theme)

BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.

Translate

adf

ShareThis