Monday, March 11, 2013

এইচটিসি আনছে ফেসবুক ফোন

| |
ফেসবুক ব্যবহারের সুবিধাকে গুরুত্ব দিয়ে নতুন একটি স্মার্টফোন বাজারে আনতে পারে এইচটিসি। স্মার্টফোনটির নাম হবে ‘এইচটিসি মিস্ট’। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
দুই বছর আগে বিশেষ ফেসবুক বাটনযুক্ত ‘এইচটিসি স্ট্যাটাস’ স্মার্টফোনটি বাজারে এনেছিল তাইওয়ানের স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠানটি।
আনওয়্যারডভিউ নামের প্রযুক্তিবিষয়ক একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এইচটিসি, ফেসবুক ও এটি অ্যান্ড টি মিলে ফেসবুককে গুরুত্ব দিয়ে এইচটিসি মিস্ট ফোনটি তৈরি করছে। ডুয়াল কোর প্রসেসর, এক গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট তথ্য ধারণক্ষমতার স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েডে।
৪.৩ ইঞ্চি মাপের এ স্মার্টফোনটিতে ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ফেসবুক অ্যাপ্লিকেশন, মেসেঞ্জার প্রভৃতি এই স্মার্টফোনে আগে থেকেই লোড করা থাকবে।

0 comments:

Post a Comment







Backlink Builder

Enter Keyword (Theme)

BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.

Translate

adf

ShareThis