অ্যাপলের তৈরি রেটিনা ডিসপ্লেযুক্ত দুইটি মডেলের ম্যাকবুক দেশের বাজারে
এসেছে। ১৩.৩ ইঞ্চি মাপের এই দুইটি মডেলের ম্যাকবুক এনেছে কম্পিউটার সোর্স।
এমডি২১৩জেডএ/এ মডেলের এই ম্যাকবুকে রয়েছে কোরআই ফাইভ প্রসেসর, ৮জিবি ডিডি
আর থ্রি র্যাম ও টার্বোবুস্ট প্রযুক্তি। অ্যালুমিনিয়াম কাঠামোর এই ল্যাপটপে
রয়েছে ইউএসবি থ্রি পোর্ট ও এইচডিএমআই পোর্ট । ২৫৬ গিগাবাইট ফ্ল্যাশ
স্টোরেজ সুবিধার এ ম্যাকবুকের দাম এক লাখ ৬৭ হাজার টাকা। আরেকটি মডেল হচ্ছে
এম ডি২১২জেডএ/এ। ১২৮ গিগাবাইট ফ্ল্যাশ স্টোরেজ সুবিধার এ মডেলের
ম্যাকবুকের দাম এক লাখ ৪৭ হাজার টাকা।
প্রতিটি ম্যাকবুকের সঙ্গে এক বছরের বিক্রোয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি।
২০১২ সালের জুন মাসে আন্তর্জাতিক বাজারে এসেছিল উন্নত রেজুলেশন অর্থাত্ রেটিনা ডিসপ্লেযুক্ত ম্যাকবুকের এই মডেলগুলো।
Subscribe to:
Post Comments (Atom)
BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.
0 comments:
Post a Comment