শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট এবার বাজারে নিয়ে আসছে
স্বয়ংক্রিয়ভাবে স্কেচ করার হোয়াইটবোর্ড। সম্প্রতি এ তথ্য জানানো হয়।
হোয়াইটবোর্ডটির সাহায্যে আঁকাআঁকি করা যাবে।
মূলত গবেষকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে হোয়াইটবোর্ডটি। বিভিন্ন
ধরনের লেখচিত্র তৈরিসহ প্রদর্শনের ক্ষেত্রে এটি সাহায্য করবে। এর আগে
মাইক্রোসফট ‘টেকফেস্ট’ নামক অনুষ্ঠানে এমনই একটি হোয়াইটবোর্ড দেখিয়েছিল।
স্বয়ংক্রিয়ভাবে স্কেচ তৈরির ক্ষেত্রে কীভাবে এ হোয়াইটবোর্ডটি কাজ করবে,
সেটিও দেখানো হয়েছিল টেকফেস্টে। মাইক্রোসফটের অফিস স্যুটের
পাওয়ারপয়েন্টের মতোই তৈরি হয়েছে হোয়াইটবোর্ডটি। এতে পাওয়ারপয়েন্টের
মতো ডায়াগ্রাম আঁকা সেটি প্রদর্শন করার কাজটি সহজেই করা যাবে। এতে তথ্য
দিলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নানা ধরনের স্কেচ তৈরি করে দেখাতে পারবে।
মাইক্রোসফট গবেষণার মুখপাত্র কেভিন কুর্টজ বলেন, ‘আমরা ব্যবহারকারীদের কাজে
লাগে এবং উপকারী এমন পণ্যসেবা দিতে চাই। প্রযুক্তির সঙ্গে যুক্ত থেকে
বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার অংশ হিসেবেই তৈরি হচ্ছে বিভিন্ন পণ্য।’
গবেষণার অংশ হিসেবে তৈরি হওয়া হোয়াইটবোর্ড তৈরির কাজটি বর্তমানে প্রাথমিক
পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মাইক্রোসফটের গবেষকেরা। তবে এ ধরনের
হোয়াইটবোর্ডের বেশ চাহিদা আছে বলেও জানিয়েছেন তাঁরা। নানা ধরনের পণ্য
তৈরির গবেষণার ক্ষেত্রে বর্তমানে বেশি মনোযোগ দিয়েছে মাইক্রোসফট। গত বছর
গবেষণা এবং উন্নয়ন খাতেই প্রতিষ্ঠানটি খরচ করেছে ৯৮০ কোটি ডলার। একই সময়
স্যামসাং ইলেকট্রনিকস এক হাজার ৫০ কোটি ডলার, অ্যাপল ৩৪০ কোটি ডলার, সনি
৪৬০ কোটি ডলার এবং গুগল ৬৮০ কোটি ডলার খরচ করেছে গবেষণা ও উন্নয়ন খাতে।
Subscribe to:
Post Comments (Atom)
BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.
0 comments:
Post a Comment