Friday, March 8, 2013

এক বছরে ‘গুগল প্লে’

| |
অ্যাপ্লিকেশন বিকিকিনির জন্য গুগলের অনলাইন স্টোর ‘গুগল প্লে’ এক বছর পূর্ণ করেছে। অ্যাপলের অ্যাপ স্টোরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চালু করা গুগল প্লে স্টোর ৬ মার্চ বুধবার এক বছর পূর্ণ করেছে।
গুগলের অ্যান্ডয়েড মার্কেটপ্লেসের নাম বদল এবং বিভিন্ন সেবা একত্র করে ২০১২ সালের ৬ মার্চ ‘প্লে’ স্টোর চালু করেছিল গুগল। ভারচুয়াল এ স্টোরটি থেকে ট্যাবলেট ও স্মার্টফোন ব্যবহারকারীরা নানা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন।
গুগল প্লে স্টোর থেকে আড়াই হাজার কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে। বর্তমানে সাত লাখের বেশি অ্যাপ্লিকেশনসহ ই-বুক ও গান মিলিয়ে ১০ লাখেরও বেশি কনটেন্ট রয়েছে গুগল প্লেতে।
গুগল প্লে ডিজিটাল কনটেন্টের ভাইস প্রেসিডেন্ট জেমি রোজেনবার্গ এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ২০১২ সাল থেকে গুগল প্লে স্টোর দ্রুত অগ্রগতি অর্জন করেছে।

0 comments:

Post a Comment







Backlink Builder

Enter Keyword (Theme)

BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.

Translate

adf

ShareThis