Monday, March 18, 2013

ফ্রিল্যান্সার হতে পারব কি?

| |
ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সার শব্দগুলো ইদানীং খুব বেশি শোনা যায়। একজন সফল মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার অন্যের কাছ থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি শোনেন, সেটি হলো, আমি কি ফ্রিল্যান্সার হতে পারব?
এ প্রশ্নের উত্তরে বলা যায়, না পারার কিছু নেই। একজন সফল ফ্রিল্যান্সার সাক্ষাৎকারে একবার বলেছিলেন, ‘রাস্তায় যে ছেলেটি বাদাম বিক্রি করে, সে-ও ফ্রিল্যান্সার।’ শুনে হয়তো অবাক লাগছে। কিন্তু এটাই বাস্তব।
ফ্রিল্যান্সিং কাকে বলে? সহজ বাংলা ভাষায় ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। যেকোনো পেশাতেই ফ্রিল্যান্সিং হতে পারে। যে নিজের স্বাধীনমতো চুক্তিভিত্তিতে অন্যের কাজ করে দেয়, সে-ই ফ্রিল্যান্সার। তবে এখানে ফ্রিল্যান্সিং বলতে অনলাইনে মুক্তভাবে কাজ করাকেই বোঝানো হচ্ছে।
আপনি যদি সত্যিই ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনাকে হতে হবে পরিশ্রমী, আত্মবিশ্বাসী, আগ্রহী ও সৎ। এই গুণগুলো যদি আপনার থাকে, তাহলে আপনি চিন্তা করুন কোন বিষয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে চান? সেই বিষয়ে আপনাকে অভিজ্ঞ হতে হবে। আপনার অভিজ্ঞতা এবং জানার পরিধি হতে হবে আন্তর্জাতিক মানের।
সুতরাং আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলুন। অনলাইনে যেসব কাজ এখন খুব জনপ্রিয় হচ্ছে, বাংলাদেশে সেগুলো হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি, অনলাইন বিপণন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), ই-মেইল মার্কেটিং, সোশ্যাল নেটওয়ার্ক বিপণন ইত্যাদি।
এ রকম যেকোনো একটি বিষয়ে দক্ষতা অর্জন করার পর আপনি ফ্রিল্যান্সারদের জন্য কাজ লেনদেন করে, এমন যেকোনো একটি আউটসোর্সিংয়ের ওয়েবসাইটের (অনলাইন মার্কেটপ্লেস) সদস্য হয়ে সেখানে কাজ করতে পারেন। একটা ব্যাপার লক্ষণীয়, আপনি যাদের কাজ করবেন, তারা আপনাকে নয়, আপনার দক্ষতায় মুগ্ধ হয়েই কাজ দেবে। সুতরাং ফ্রিল্যান্সিংয়ে টিকতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে। দক্ষতা, পরিশ্রম ও একাগ্রতার সঙ্গে যদি লেগে থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনি ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।

0 comments:

Post a Comment







Backlink Builder

Enter Keyword (Theme)

BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.

Translate

adf

ShareThis