Sunday, March 24, 2013

স্মার্টফোন ও ট্যাবলেটের দরদাম

| |
গতকাল শনিবার ঢাকার একাধিক মোবাইল ফোন ও কম্পিউটার বাজার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

স্মার্টফোন
স্যামসাং: গ্যালাক্সি ওয়াই ডুয়োস ১৩,৯০০; গ্যালাক্সি ওয়াই কালার প্লাস ১২,৩০০; গ্যালাক্সি ওয়াই ইয়ং ৯,৯০০; গ্যালাক্সি নোট টু ৬৫,৫০০; গ্যালাক্সি এসথ্রি ৫৫,০০০; গ্যালাক্সি ট্যাব টু ৩৫,০০০; গ্যালাক্সি এস ডুয়োস ২৩,৫০০; গ্যালাক্সি এইস ১৯,৫০০; গ্যালাক্সি মিউজিক ডুয়োস ১৫,৯০০ ও গ্র্যান্ড ডুয়োস ৩১,০০০ টাকা।
নকিয়া: লুমিয়া-৯২০ ৫২,০০০; লুমিয়া-৮২০ ৩৮,০০০, এন-৯ ৫২,০০০ ও ৮০৮ ৫১,০০০ টাকা।
অ্যাপল: আইফোন ফাইভ ৫৮,০০০; আইফোন ফোর এস ৪৯,৫০০; আইফোন থ্রি ৩২,০০০ টাকা।
সনি এরিকসন: এক্সপেরিয়া জেড ৬০,০০০; এক্সপেরিয়া আয়ন ৩০,৫০০; এক্সপেরিয়া টি ৩৩,০০০; এক্সপেরিয়া ভি ৩৫,০০০; এক্সপেরিয়া জে ১৮,৭০০; এক্সপেরিয়া পি ২৩,০০০; এক্সপেরিয়া ইউ ১৭,০০০; আরএস ২২,৫০০; এক্সপেরিয়া সোলা ১৮,৩০০; এক্সপেরিয়া নিও ১৬,৫০০; এক্সপেরিয়া লাইভ ১৫,০০০; এক্সপেরিয়া এসএল ২৯,০০০; এসিআরওএস ৩১,০০০ ও ট্রিক্স ৩৫,০০০ টাকা।
ব্ল্যাকবেরি: জেট টেন ৫৫,০০০; ৯৯০০ ৪৩,০০০; ৯৭০০ ৩৫,০০০ ও ৯৮০০ ৩৫,০০০ টাকা।
ওয়ালটন: প্রিমো ৭,৪৯০; প্রিমো এফ ওয়ান ৯,৯৯৯; প্রিমো জি ওয়ান ১২,৪৯০; জি টু ১৩,৫৯০ ও আরওয়ান ১৩,৯৯০ টাকা।
সিম্ফোনি: থ্রিজি এক্সপ্লোরার ডব্লিউ-৩০ ৬,৫৯০; ডব্লিউ৭০ ১০,১৯০; এফটি৪৫ ৪,৪৯০ ও এফটি৩৭ ৪,০৯০ টাকা।

ট্যাবলেট কম্পিউটার
স্যামসাং: গ্যালাক্সি ট্যাব টু ১০.১ ১৬জিবি ৩৭,০০০; ট্যাব২৭.০ ১৬জিবি ২৯,০০০; ট্যাব ২৭.০ ৮জিবি ২৭,০০০; ট্যাব ১০১ ওয়াই-ফাই ৩২,০০০; গ্যালাক্সি ট্যাব টু জিটি-পি ৩১০০ ৩১,০০০ ও ট্যাব টু জিটি ৫১০০ ৪২,০০০ টাকা।
অ্যাপল: আইপ্যাড মিনি ১৬জিবি ৪১,০০০; ৩২জিবি ৫০,০০০; ৬৪ জিবি ৫৪,০০০ ও আইপ্যাড-৪ ৮জিবি ৩৯,০০০ টাকা।
আসুস: নেচার-৭ ২৩,৯০০; ওয়াই-ফাই থ্রিজি ৩২,৯০০ টাকা।
সনি: এসজিপিটি থ্রি ৩৯,০০০, এসজিপি টু ৪৯,০০০ ও ট্যাবলেট পি-এসজিপিটি টু ৪৫,০০০ টাকা।
লেনেভো: এ২-১০৭এ ২৪ হাজার টাকা।
ফুজিৎসু: ট্যাব এম৫৩২ ৬০,৫০০ টাকা।
তোশিবা: এটি-১০০ ৪১,৫০০ টাকা।

স্মার্ট ওয়াচ
সনি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ: ১১,৯০০ টাকা।

0 comments:

Post a Comment







Backlink Builder

Enter Keyword (Theme)

BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.

Translate

adf

ShareThis