Friday, March 8, 2013

ফেসবুক-বিরক্তদের ফেরাতে জাকারবার্গের পরিকল্পনা

| |
ফেসবুক ব্যবহার করে যাঁরা বিরক্ত হয়ে গেছেন, নতুন কিছু নেই বলে ফেসবুকে ঢুকতে চান না, তাঁদের জন্য নতুন কিছু আনছে ফেসবুক কর্তৃপক্ষ। ৭ মার্চ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এ ইঙ্গিত দিয়েছেন।
জাকারবার্গ জানিয়েছেন, বড় ছবি, ভিডিও দেখার সুযোগ থাকবে ফেসবুকের নিউজ ফিডে। বিজ্ঞাপনদাতারাও খুশি হবেন। মোবাইল সংস্করণকে সবচেয়ে গুরুত্ব দিয়ে ফেসবুকে পরিবর্তন আনা হচ্ছে।
‘নিউইয়র্ক টাইমস’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, শিগগিরই ফেসবুকে বড় ধরনের পরিবর্তন আনবে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন পরিবর্তনে ফেসবুকের নিউজ ফিড নতুন করে সাজাবে ফেসবুক। বিজ্ঞাপনের সুবিধা ও ফেসবুক ব্যবহারকারীদের কথা ভেবে এ পরিবর্তন আনা হচ্ছে।

0 comments:

Post a Comment







Backlink Builder

Enter Keyword (Theme)

BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.

Translate

adf

ShareThis