Friday, March 29, 2013

ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা হয়ে গেল!!!

| |
0 comments


বিশ্বব্যাপী ইন্টারনেট-ব্যবস্থার গতি ধীর হয়ে পড়েছে। এটাকে ‘ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা’ হিসেবে দেখছেন ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞরা। স্পাম-প্রতিরোধী একটি গ্রুপ ও একটি ওয়েব হোস্টিং প্রতিষ্ঠানের দ্বন্দ্বের পর এ ঘটনা ঘটে। নেটফ্লিক্সের মতো জনপ্রিয় সেবাগুলোতে এই ‘সাইবার হামলা’র প্রভাব পড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে ব্যাংকিং ও ই-মেইল ব্যবস্থায়ও প্রভাব পড়তে পারে। পাঁচটি দেশের জাতীয় সাইবার-পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
যে দুটি প্রতিষ্ঠানের দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে তারা হলো, স্পামহাস ও সাইবারবাংকার। স্পামহাস হচ্ছে যুক্তরাজ্যের লন্ডন ও সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান। এটি স্পাম ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত উপাদান খুঁজে বের করার মাধ্যমে ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করে থাকে। এটা করতে তারা বেশকিছু ব্লক তালিকা তৈরি করে, যা সার্ভারগুলো থেকে ইন্টারনেটে ক্ষতিসাধন করার উদ্দেশ্যে ব্যবহূত হয়।
আর সাইবারবাংকার হচ্ছে নেদারল্যান্ডভিত্তিক ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা কেবল শিশু পর্নোগ্রাফি ও সন্ত্রাসী কর্মকাণ্ড-সংশ্লিষ্ট বিষয়গুলো ছাড়া সবকিছুই ইন্টারনেটে রাখতে দেবে।
সম্প্রতি সাইবারবাংকারের সার্ভারগুলো ব্লক করে দেয় স্পামহাস। এ ঘটনার পর সাইবারবাংকারের মুখপাত্র দাবিকারী এসভেন ওলাফ কামফুইস এক বিবৃতিতে অভিযোগ করেন, স্পামহাস তাদের অবস্থানকে অপব্যবহার করছে। ‘ইন্টারনেটে কী যাবে আর কী যাবে না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্পামহাসকে দেওয়া উচিত নয়।’
স্পামহাসের অভিযোগ, সাইবারবাংকার পূর্ব ইউরোপ ও রাশিয়ার কিছু ‘অপরাধ চক্র’ এই সাইবার হামলার পেছনে জড়িত। অভিযোগের বিষয়ে বিবিসির পক্ষ থেকে সাইবারবাংকারের মন্তব্য চাওয়া হয়েছিল। তবে তারা এই অনুরোধে সাড়া দেয়নি।
স্পামহাসের প্রধান নির্বাহী স্টিভ লিনফোর্ড জানিয়েছেন, এই সাইবার হামলার ধরন ছিল নজিরবিহীন। তিনি বলেন, ‘আমরা এক সপ্তাহের বেশি সময় ধরে এই হামলার আওতায় রয়েছি। তবে আমরা ঠিক রয়েছি। তারা আমাদের ফেলে দিতে পারেনি। সবকিছু ঠিকঠাক রাখতে আমাদের প্রকৌশলীরা টানা কাজ করে যাচ্ছেন।’ বিবিসি।
Read More

Thursday, March 28, 2013

alexa rank কমিয়ে নিন আপনার সাইটের

| |
0 comments
alexa rank কমিয়ে নিন আপনার সাইটের খুব সহজে। এটি ১০০% কাজ করে। অবশ্যই আপনার সাইটের ভিজিটর বেড়ে যাবে এটি ব্যবহার করলে আর একটি সাইটের ভিজিটর বেড়ে গেলেই আপনার সাইটের alexa rank ভালো হবেই।

কিভাবে ব্যবহার করবেন?


১। প্রথমে এখনে ক্লিক করে রেজিস্টার করুণ।  (খুব সহজ শুধু একটি ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিলেই হয়ে যাচ্ছে)
ক) Alexa Plugin/toolbar টি ইন্সটল করুণ।
২। ড্যাশবোর্ড থেকে নিজের সাইটের লিংক দিয়ে সেভ দিন।
৩। এবার Launch Autosurf দিলেই কাজ শুরু হয়ে যাবে। এটি দিয়ে আপনার কম্পিউটার অন রেখে ঘুমিয়ে পরুন। সকালে উঠে দেখবেন অনেক পয়েন্ট পেয়ে গেছেন। আপনি অন্যদের সাইট ভিজিট করলে নিজের সাইটে একটি ফিরতি ভিজিট পাচ্ছেন। সব কিছু অটো হয়ে যাবে আপনাকে কিছু করতে হবেনা শুধু এটি অন করে রাখলেই বাকি কাজ নিজে নিজে হতে থাকবে।

কিভাবে এটি কাজ করে:


1. একটি ফায়ারফক্স ব্রাউজার আপ এবং বিনামূল্যে জন্য আলেক্সা প্লাগইন / টুলবার লক্ষণ সঙ্গে ব্যবহারকারী।
2. আপনি 100 প্রারম্ভিক বিনামূল্যে সার্ফিং পয়েন্ট পাবেন এবং এর আলেক্সা রান্কিং অনুমোদন পাবেন সাথে সাথে আপনার ওয়েবসাইট সাবমিট করলেই। অন্যান্য ওয়েবসাইটের অটো সার্ফিং চালু করে রাখলেই আপনার সাইটে ভিজিটর অটো আসতে থাকবে।
3. পয়েন্ট সার্ফিং এর জন্য সার্ফ পাবেন আপনার ওয়েবসাইটে প্রতিটি পয়েন্ট = 1 জন আলেক্সা টুলবার / প্লাগইন ব্যবহারকারীদের কাছ থেকে হিট পাবেন।
4. আপনার ওয়েবসাইট হিট আলেক্সা টুলবার surfers থেকে অতএব এবং আপনার Alexa Rank মান বৃদ্ধি প্লাস আপনার ওয়েবসাইটের দর্শক বিনামূল্যে পায় পায় এটির মাধ্যমে।
5. সার্ফিং হয় ঝগড়া মুক্ত এবং 100% স্বনির্দেশকারী.
ব্যবহার করে সংক্ষেপে, আপনার Alexa Rank মান বৃদ্ধি  করা সম্ভব | AlexaBoostup.com আপনি আপনার উন্নত আলেক্সা রান্কিং পেতে, বিনামূল্যে ওয়েবসাইট জন্য উন্মুক্ত নতুন দর্শক এবং উন্নত তৃতীয় পক্ষের পরিসংখ্যান যাও.

Read More

তৈরি করুন ওয়াইফাই

| |
0 comments
আপনার ল্যাপটপে থাকা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থেকেই তৈরি করতে পারেন তারহীন দ্রতগতির ওয়াইফাই সংযোগ। এর ফলে দ্রুতগতির ইন্টারনেট-সুবিধা পেতে পারেন এবং সেটি কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা ট্যাবলেটেও ব্যবহার করতে পারেন। ব্রডব্যান্ড থেকে ওয়াইফাই-সুবিধা তৈরি করতে চাইলে http://biblprog.org.ua/en/connectify ঠিকানা থেকে Connectify_Hotspot নামের সফটওয়্যারটি নামিয়ে নিন। ইনস্টল করে নিন নিজের ল্যাপটপে। তারপর ল্যাপটপটির আশপাশে অন্য একটি ল্যাপটপ অথবা স্মার্টফোন দিয়ে ব্যবহার করুন তারবিহীন ওয়াইফাই ইন্টারনেটসেবা। এ ক্ষেত্রে যে ল্যাপটপে ব্রডব্যান্ড সংযোগ আছে, সেটি একটি রাউটার হিসেবে কাজ করবে। সফটওয়্যারটি ইনস্টল করার পর অন্য ল্যাপটপ ও মোবাইলে ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য একটি গোপন নম্বর (পাসওয়ার্ড) চাইবে, যা অ্যাডমিন হিসেবে আপনাকে বসাতে হবে ও কানেক্ট বোতামে ক্লিক করতে হবে।
এ ক্ষেত্রে পছন্দসই একটি গোপন নম্বর দিন। এ গোপন নম্বরটি মনে রাখুন। এ ওয়াইফাই সংযোগ থেকে ইন্টারনেট সংযোগ পেতে চাইলে অবশ্যই এ গোপন নম্বরটি লাগবে। এবার উপভোগ করুন ওয়াইফাই ইন্টারনেট সেবা। ডেস্কটপে এই ব্যবস্থা করতে গেলে অবশ্যই ওয়াইফাই যন্ত্র লাগবে।
Read More

Wednesday, March 27, 2013

বিশ্বের ক্ষুদ্রতম স্মার্টফোন চার্জার

| |
0 comments
মুঠোফোনে কথা বলতে না বলতেই চার্জ শেষ? আশপাশে চার্জ দেওয়ার সুযোগ-সুবিধাও নেই! কী আর করা; পকেটে রাখা চাবির রিং থেকে চার্জ দিয়েই প্রয়োজনীয় কথা সেরে ফেলুন। বিষয়টা কিন্তু বাস্তবে খুব শিগগির ঘটতে যাচ্ছে। বিনিয়োগ পেলে কিছুদিনের মধ্যেই ‘ফুয়েল মাইক্রো’ নামের একটি ক্ষুদ্রাকৃতির মুঠোফোন চার্জার তৈরি হয়ে যাবে। অন্তত কিকস্টার্টার নামের একটি ওয়েবসাইটে বিনিয়োগ চেয়ে এমন একটি প্রকল্প সম্প্রতি জমাও পড়েছে।
ফুয়েল মাইক্রো নামের এ চার্জারটিকে চাবির রিং হিসেবেও ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্রের এক প্রযুক্তি পণ্য উদ্ভাবক কিকস্টার্টারে তাঁর এ বিষয়ক প্রকল্পটি প্রকাশ করেছেন। দুই লাখ ডলার বিনিয়োগ পাওয়ার লক্ষ্য নিয়ে এ প্রকল্পটি চালু করেছেন মেকার্স ডেভোটেক নামের এই প্রযুক্তি উদ্ভাবক। মেকার্সের প্রকল্পটিতে বলা হয়েছে, ‘ফুয়েল মাইক্রো’ হতে যাচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম মুঠোফোন চার্জার।
‘ফুয়েল মাইক্রো’ চার্জারটি জরুরি চার্জ দেওয়ার জন্য সঙ্গে রাখা যাবে এবং চাবির রিং হিসেবেও ব্যবহার করা যাবে। ফুয়েল মাইক্রোতে যে পরিমাণ চার্জ থাকবে, তাতে আধা ঘণ্টা কথা বলা যাবে। একবার চার্জ দিলে তিন মাস পর্যন্ত এ চার্জারটিতে চার্জ থাকবে, যা জরুরি সময়ে কাজে লাগানো যাবে।
ফুয়েল মাইক্রোর সঙ্গে থাকা ইউএসবি চার্জার দিয়ে আইফোন বাদে সব স্মার্টফোনেই চার্জ দেওয়া যাবে। পরবর্তী সময়ে আইফোনের জন্য আলাদা সংস্করণ তৈরি করবে মেকার্স ডেভোটেক। অ্যালুমিনিয়ামের তৈরি এ পণ্যটির দাম হবে ২৫ মার্কিন ডলার।
Read More

Tuesday, March 26, 2013

মহাবিশ্ব সৃষ্টিরহস্য নিয়ে নতুন তথ্য

| |
0 comments
মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং-পরবর্তী পর্যায়ে চোখের পলকে লাখ লাখ গুণ প্রসারিত হয়েছে পৃথিবী। প্ল্যাংক স্পেস টেলিস্কোপ জানাচ্ছে, অদৃশ্য অন্ধকার শক্তি (ডার্ক এনার্জি) তুলনামূলক কম এবং মহাবিশ্বে কৃষ্ণবস্তুর (ডার্ক ম্যাটার) উপস্থিতি পূর্ব ধারণার চেয়ে বেশি।
 কৃষ্ণ বস্তুর প্রকৃতি সম্পর্কে বিজ্ঞানীরা এখনো স্পষ্ট ধারণা পাননি। তবে মহাবিশ্বের মোট ভরের পাঁচ ভাগের মধ্যে চার ভাগের জন্যই এসব কৃষ্ণবস্তু দায়ী বলে ধারণা করা হয়।
 অন্ধকার শক্তি (ডার্ক এনার্জি) বলতে মহাশূন্যজুড়ে বিস্তৃত শক্তির অনুমানভিত্তিক একটি রূপ বোঝায়। মহাবিশ্বের সম্প্রসারণের হার বৃদ্ধিতে এ অন্ধকার শক্তির ভূমিকা রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা।
১: মহাবিস্ফোরণ: সৃষ্টিলগ্নে পৃথিবী ছিল একটি উত্তপ্ত ও শুষ্ক আগুনের গোলা। এটি ১০৩২ ডিগ্রি কেলভিন তাপমাত্রায় প্রসারিত হয়েছে।
২: এক সেকেন্ড পর: তাপমাত্রা এক হাজার কোটি ডিগ্রিতে নেমে আসে।
৩: ১০০ সেকেন্ড পর: তাপমাত্রা ১০০ কোটি ডিগ্রিতে নেমে আসে এবং মৌলিক কণিকা ও বিকিরণ একীভূত হয়।
৪: ৩,৮০,০০০ বছর পর: তাপমাত্রা তিন হাজার ডিগ্রিতে নেমে আসে এবং হাইড্রোজেন পরমাণু গঠিত হয়। বিকিরণ ও বস্তুর বিচরণ প্রথমবারের মতো একসঙ্গে ঘটতে থাকে।
৫: অন্ধকার যুগ: তারকার জন্ম তখনো হয়নি। বিকিরণ ছাড়া আর কোনো আলো তখনো দেখা যায়নি।
৬: ২০ কোটি বছর পর: প্রথম তারকা ও ছায়াপথ সৃষ্টি হয়।
৭: ৯০০ কোটি বছর পর: গ্যাসীয় বিস্ফোরণের ধ্বংসাবশেষ ও ধুলার সমন্বয়ে ছায়াপথে সূর্য গঠিত হয়। পৃথিবীর সৃষ্টি আরও ৫০ কোটি বছর পর।
৮: আজকের পৃথিবী: এক হাজার ৩৮২ কোটি বছর পর।
Read More

Sunday, March 24, 2013

স্মার্টফোন ও ট্যাবলেটের দরদাম

| |
0 comments
গতকাল শনিবার ঢাকার একাধিক মোবাইল ফোন ও কম্পিউটার বাজার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

স্মার্টফোন
স্যামসাং: গ্যালাক্সি ওয়াই ডুয়োস ১৩,৯০০; গ্যালাক্সি ওয়াই কালার প্লাস ১২,৩০০; গ্যালাক্সি ওয়াই ইয়ং ৯,৯০০; গ্যালাক্সি নোট টু ৬৫,৫০০; গ্যালাক্সি এসথ্রি ৫৫,০০০; গ্যালাক্সি ট্যাব টু ৩৫,০০০; গ্যালাক্সি এস ডুয়োস ২৩,৫০০; গ্যালাক্সি এইস ১৯,৫০০; গ্যালাক্সি মিউজিক ডুয়োস ১৫,৯০০ ও গ্র্যান্ড ডুয়োস ৩১,০০০ টাকা।
নকিয়া: লুমিয়া-৯২০ ৫২,০০০; লুমিয়া-৮২০ ৩৮,০০০, এন-৯ ৫২,০০০ ও ৮০৮ ৫১,০০০ টাকা।
অ্যাপল: আইফোন ফাইভ ৫৮,০০০; আইফোন ফোর এস ৪৯,৫০০; আইফোন থ্রি ৩২,০০০ টাকা।
সনি এরিকসন: এক্সপেরিয়া জেড ৬০,০০০; এক্সপেরিয়া আয়ন ৩০,৫০০; এক্সপেরিয়া টি ৩৩,০০০; এক্সপেরিয়া ভি ৩৫,০০০; এক্সপেরিয়া জে ১৮,৭০০; এক্সপেরিয়া পি ২৩,০০০; এক্সপেরিয়া ইউ ১৭,০০০; আরএস ২২,৫০০; এক্সপেরিয়া সোলা ১৮,৩০০; এক্সপেরিয়া নিও ১৬,৫০০; এক্সপেরিয়া লাইভ ১৫,০০০; এক্সপেরিয়া এসএল ২৯,০০০; এসিআরওএস ৩১,০০০ ও ট্রিক্স ৩৫,০০০ টাকা।
ব্ল্যাকবেরি: জেট টেন ৫৫,০০০; ৯৯০০ ৪৩,০০০; ৯৭০০ ৩৫,০০০ ও ৯৮০০ ৩৫,০০০ টাকা।
ওয়ালটন: প্রিমো ৭,৪৯০; প্রিমো এফ ওয়ান ৯,৯৯৯; প্রিমো জি ওয়ান ১২,৪৯০; জি টু ১৩,৫৯০ ও আরওয়ান ১৩,৯৯০ টাকা।
সিম্ফোনি: থ্রিজি এক্সপ্লোরার ডব্লিউ-৩০ ৬,৫৯০; ডব্লিউ৭০ ১০,১৯০; এফটি৪৫ ৪,৪৯০ ও এফটি৩৭ ৪,০৯০ টাকা।

ট্যাবলেট কম্পিউটার
স্যামসাং: গ্যালাক্সি ট্যাব টু ১০.১ ১৬জিবি ৩৭,০০০; ট্যাব২৭.০ ১৬জিবি ২৯,০০০; ট্যাব ২৭.০ ৮জিবি ২৭,০০০; ট্যাব ১০১ ওয়াই-ফাই ৩২,০০০; গ্যালাক্সি ট্যাব টু জিটি-পি ৩১০০ ৩১,০০০ ও ট্যাব টু জিটি ৫১০০ ৪২,০০০ টাকা।
অ্যাপল: আইপ্যাড মিনি ১৬জিবি ৪১,০০০; ৩২জিবি ৫০,০০০; ৬৪ জিবি ৫৪,০০০ ও আইপ্যাড-৪ ৮জিবি ৩৯,০০০ টাকা।
আসুস: নেচার-৭ ২৩,৯০০; ওয়াই-ফাই থ্রিজি ৩২,৯০০ টাকা।
সনি: এসজিপিটি থ্রি ৩৯,০০০, এসজিপি টু ৪৯,০০০ ও ট্যাবলেট পি-এসজিপিটি টু ৪৫,০০০ টাকা।
লেনেভো: এ২-১০৭এ ২৪ হাজার টাকা।
ফুজিৎসু: ট্যাব এম৫৩২ ৬০,৫০০ টাকা।
তোশিবা: এটি-১০০ ৪১,৫০০ টাকা।

স্মার্ট ওয়াচ
সনি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ: ১১,৯০০ টাকা।
Read More

Thursday, March 21, 2013

শুরু হলো ‘রেডিও স্বাধীন ৯২.৪ এফএম’

| |
0 comments
আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করেছে ‘রেডিও স্বাধীন ৯২.৪ এফএম’। গতকাল বুধবার দুপুরে রাজধানীর এশিয়াটিক সেন্টারে এ সম্প্রচার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবা রানী সাহা, এশিয়াটিক থ্রি সিক্সটির গ্রুপ চেয়ারম্যান আলী যাকের, রেডিও স্বাধীন ৯২.৪ এফএমের ব্যবস্থাপনা পরিচালক সারা যাকের, পরিচালক আসাদুজ্জামান নূর, নির্বাহী পরিচালক নেভিল ফেরদৌস হাসান ও পরিচালক ইরেশ যাকের।
হাসানুল হক ইনু বলেন, ‘জনগণের জন্য তথ্যের সহজ অধিকারে বিশ্বাসী গণতন্ত্র। রেডিও একটি শক্তিশালী মাধ্যম এবং জনতা ও সরকারের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ। রেডিও গণতন্ত্রের আরেকটি প্রতিরূপ। আশা করব, স্বাধীনতাযুদ্ধ আর গণতন্ত্রের মূল্যবোধে রেডিও স্বাধীন সমগ্র জাতি ও বাংলাদেশের জনগণের সেবায় নিয়োজিত থাকবে।
Read More

১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে ইউটিউব

| |
0 comments
গুগলের ভিডিও শেয়ার করার ওয়েবসাইট ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। আজ ২১ মার্চ বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, মাসিক ইউনিট ভিজিটর বা প্রতি মাসে একবার অন্তত ইউটিউবের ভিডিও দেখেন এমন সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। খবর রয়টার্সের।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীর ৫০ শতাংশ মানুষই এখন ইউটিউবের ভিডিও দেখেন।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছিল ২০১২ সালে।
Read More

সাত বছরে টুইটার

| |
0 comments
আজ ২১ মার্চ মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার তাঁর ৭ বছর পূর্ণ করল। মাত্র ১৪০ অক্ষরে মনের ভাব প্রকাশ করা বা টুইটের মাধ্যমে সারা বিশ্বের সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে টুইটার। আরব বসন্ত, সামাজিক আন্দোলনসহ বিভিন্ন ক্ষেত্রে টুইটারকে বেছে নিয়েছেন ব্যবহারকারীরা।
টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে টুইটারে ২০ কোটি সক্রিয় ব্যবহারকারী আছেন। প্রতিদিন টুইটার প্ল্যাটফর্ম ব্যবহার করে ৪০ কোটিরও বেশি টুইট করা হয়।
টুইটারের জন্মদিন উপলক্ষে আজ টুইটার কর্তৃপক্ষ একটি ভিডিও পোস্টের মাধ্যমে টুইটারের বিভিন্ন অর্জনগুলো তুলে ধরেছে।
২০০৬ সালের ২১ মার্চ টুইটার প্রথম চালু করেছিলেন প্রতিষ্ঠান জ্যাক ডরসি। ১৫ জুলাই টুইটার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল। ‘জাস্ট সেটিং আপ মাই টুইটার’ নামে প্রথম টুইট করেছিলেন তিনি।

এক নজরে টুইটার

ধরন: ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান
সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে
টুইটারের প্রধান ব্যক্তি: জ্যাক ডরসি (চেয়ারম্যান), ডিক কোসটোলো (সিইও), ইভান উইলিয়ামস (উত্পাদন কৌশল), বিজ স্টোন (ক্রিয়েটিভ ডাইরেক্টর)
আয়: ১৫ কোটি ডলার
কর্মী: ৩৫১ জন
সাইটের ধরন: সামাজিক যোগাযোগ, মাইক্রোব্লগিং
সক্রিয় ব্যবহারকারী: ২০ কোটি
প্রতিদিন টুইট: ৪০ কোটি
ওয়েবসাইট: টুইটার ডটকম
Read More

Monday, March 18, 2013

ফ্রিল্যান্সার হতে পারব কি?

| |
0 comments
ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সার শব্দগুলো ইদানীং খুব বেশি শোনা যায়। একজন সফল মুক্ত পেশাজীবী বা ফ্রিল্যান্সার অন্যের কাছ থেকে সবচেয়ে বেশি যে প্রশ্নটি শোনেন, সেটি হলো, আমি কি ফ্রিল্যান্সার হতে পারব?
এ প্রশ্নের উত্তরে বলা যায়, না পারার কিছু নেই। একজন সফল ফ্রিল্যান্সার সাক্ষাৎকারে একবার বলেছিলেন, ‘রাস্তায় যে ছেলেটি বাদাম বিক্রি করে, সে-ও ফ্রিল্যান্সার।’ শুনে হয়তো অবাক লাগছে। কিন্তু এটাই বাস্তব।
ফ্রিল্যান্সিং কাকে বলে? সহজ বাংলা ভাষায় ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা। যেকোনো পেশাতেই ফ্রিল্যান্সিং হতে পারে। যে নিজের স্বাধীনমতো চুক্তিভিত্তিতে অন্যের কাজ করে দেয়, সে-ই ফ্রিল্যান্সার। তবে এখানে ফ্রিল্যান্সিং বলতে অনলাইনে মুক্তভাবে কাজ করাকেই বোঝানো হচ্ছে।
আপনি যদি সত্যিই ফ্রিল্যান্সার হতে চান, তাহলে আপনাকে হতে হবে পরিশ্রমী, আত্মবিশ্বাসী, আগ্রহী ও সৎ। এই গুণগুলো যদি আপনার থাকে, তাহলে আপনি চিন্তা করুন কোন বিষয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে চান? সেই বিষয়ে আপনাকে অভিজ্ঞ হতে হবে। আপনার অভিজ্ঞতা এবং জানার পরিধি হতে হবে আন্তর্জাতিক মানের।
সুতরাং আগে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলুন। অনলাইনে যেসব কাজ এখন খুব জনপ্রিয় হচ্ছে, বাংলাদেশে সেগুলো হচ্ছে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যান্ড্রয়েড অ্যাপস তৈরি, অনলাইন বিপণন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), ই-মেইল মার্কেটিং, সোশ্যাল নেটওয়ার্ক বিপণন ইত্যাদি।
এ রকম যেকোনো একটি বিষয়ে দক্ষতা অর্জন করার পর আপনি ফ্রিল্যান্সারদের জন্য কাজ লেনদেন করে, এমন যেকোনো একটি আউটসোর্সিংয়ের ওয়েবসাইটের (অনলাইন মার্কেটপ্লেস) সদস্য হয়ে সেখানে কাজ করতে পারেন। একটা ব্যাপার লক্ষণীয়, আপনি যাদের কাজ করবেন, তারা আপনাকে নয়, আপনার দক্ষতায় মুগ্ধ হয়েই কাজ দেবে। সুতরাং ফ্রিল্যান্সিংয়ে টিকতে হলে অবশ্যই আপনাকে দক্ষ হতে হবে। দক্ষতা, পরিশ্রম ও একাগ্রতার সঙ্গে যদি লেগে থাকতে পারেন, তাহলে অবশ্যই আপনি ফ্রিল্যান্সার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন।
Read More

টুইটে এগিয়ে নারী, অভিযোগে পুরুষ!

| |
0 comments
মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে করা মন্তব্য বা টুইট নিয়ে গবেষণা করেছেন যুক্তরাজ্যের গবেষকেরা। টুইটার ব্যবহারকারীদের নিয়ে যুক্তরাজ্যের ব্র্যান্ডওয়াচ নামের একটি প্রতিষ্ঠানের গবেষণায় দেখা গেছে, টুইট করার দিক থেকে এগিয়ে রয়েছেন নারীরা, আর পুরুষরা যে টুইট করেন তার অধিকাংশই অভিযোগ।
টেলিগ্রাফ অনলাইনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, গড়ে প্রতিদিন ১৫টি করে টুইট করেন একজন নারী।
যুক্তরাজ্যের ব্র্যান্ডওয়াচের গবেষকেরা এক হাজার টুইটার ব্যবহারকারীকে নিয়ে এই গবেষণা চালান।
এ প্রসঙ্গে গবেষকেরা জানিয়েছেন, টুইটারের ব্যক্তিগত বিষয়, টিভির অনুষ্ঠান, কাজকর্ম নিয়ে টুইট করেন নারীরা আর পুরুষরা করেন বিভিন্ন খেলা, সংবাদ। টুইটারে কোনো ব্র্যান্ড বিষয়ে যদি টুইটের কথা বিবেচনা করা হয়, সে ক্ষেত্রে নারীরা পিছিয়ে রয়েছেন। ব্র্যান্ড বিষয়ে পুরুষরা অভিযোগ করেই অধিকাংশ টুইট করেন।
গবেষকেরা জানিয়েছেন, টুইটারের ক্ষেত্রে নারী ও পুরুষের ভাষাগত পার্থক্যও রয়েছে। তবে চলচ্চিত্র নিয়ে টুইটের ক্ষেত্রে নারী ও পুরুষ প্রায় সমান। এ ছাড়া টুইট করার ক্ষেত্রে নারী-পুরুষ উভয়েরই পছন্দের বিষয় হচ্ছে খেলা, সংগীত ও তারকারা। এ ছাড়া খাবারসংশ্লিষ্ট টুইটের ৭৩ শতাংশ আর পোশাকসংশ্লিষ্ট টুইটের ৮৯ শতাংশ করেন নারীরা আর প্রযুক্তি-সংক্রান্ত টুইটের ৮০ শতাংশ করেন পুরুষরা
Read More

গুগল রিডারের পক্ষে লাখো স্বাক্ষর

| |
0 comments
গুগলের রিডার সার্ভিস বন্ধ না করে এটি চালু রাখার দাবিতে এক লাখেরও বেশি ব্যবহারকারী একটি অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছেন।
টেলিগ্রাফ অনলাইনের এক খবরে বলা হয়েছে, চেঞ্জ ডটঅর্গের এ পিটিশন পাতাটি ৬ দিনে চার লাখের বেশি পেজ ভিউ পেয়েছে। গুগল কর্তৃপক্ষকে রিডার সেবাটি বন্ধ না করার অনুরোধ করে পিটিশনে সই করেছেন এর ব্যবহারকারীরা।
১ জুলাই গুগল রিডার বন্ধ করে দেবে এমন ঘোষণার পর ‘সেভ গুগল রিডার’ নামে একটি পিটিশনে সোচ্চার হন গুগলের রিডার ব্যবহারকারীরা। গুগল রিডারকে বাঁচানোর জন্য এরকম আরও আটটি পিটিশনে স্বাক্ষর নেওয়া হচ্ছে।
চলতি বছরের জুলাই মাসে ব্লগ ও সংবাদ পাঠের বিশেষ সুবিধা ‘গুগল রিডার’ সেবাটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুগল কর্তৃপক্ষ।
বিশ্লেষকেরা ধারণা করছেন, গুগলের সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ‘গুগল প্লাস’ কে গুরুত্ব দিতে এবং ‘গুগল রিডার’-এর জনপ্রিয়তা কমে যাওয়ার কারণেই এ সিদ্ধান্ত নিচ্ছে অনুসন্ধান সেবাদাতা প্রতিষ্ঠানটি।
গুগলের এক ব্লগ পোস্টে জানানো হয়েছে, গুগল রিডারের পাঠক কমে যাওয়া এবং অন্যান্য সেবাগুলোর গুরুত্ব দিতে ‘রিডার’ বন্ধ করে দেওয়া হবে। তাই জুলাই মাসের আগেই ব্যবহারকারীদের প্রয়োজনীয় তথ্য সরিয়ে নিতে হবে।
২০০৫ সালে ‘রিডার’ সেবাটি চালু করেছিল গুগল। রিয়েলি সিম্পল সিন্ডিকেশন ফিডস (আরএসএস) ব্যবহার করে বিভিন্ন ব্লগ ও জনপ্রিয় ওয়েবসাইটগুলো থেকে সংবাদ পড়ার সুবিধা রয়েছে গুগল রিডারে।
গুগল রিডারের বিকল্প হতে পারে ফিডলি, ফ্রেন্ডফিড, নেটভাইবস সেবাগুলো।
Read More

Friday, March 15, 2013

গুগলে বন্ধ হচ্ছে আট সেবা

| |
0 comments
নিজেদের আটটি সেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে গুগল। এর মধ্যে 'গুগল রিডার' ও 'ভয়েস অ্যাপ ফর ব্ল্যাকবেরি' অ্যাপ্লিকেশনও আছে। গত দুই বছরে জনপ্রিয়তা অর্জনে ব্যর্থ এমন প্রায় ৭০টি সেবা বন্ধ করেছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে গুগলের কারিগরি অবকাঠামো বিভাগের ঊর্ধ্বতন ভাইস প্রেসিডেন্ট উরস হোলজলে জানান, সেরা সেবাগুলোতে মনোযোগ বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
Read More

মিথ্যা যত ফেসবুকে

| |
0 comments
যুক্তরাজ্যের প্রায় দুই হাজার নারীর মধ্যে চালানো এক জরিপে দেখা গেছে, প্রতি চারজন নারীর মধ্যে একজন মাসে অন্তত একবার ফেসবুক তথ্য অতিরঞ্জিত করেন বা মিথ্যার আশ্রয় নেন। এক খবরে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।
এ প্রসঙ্গে মনস্তাত্ত্বিকেরা জানিয়েছেন, জীবনকে আরও রোমাঞ্চকর করে তুলতেই ফেসবুক, টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইট নিয়ে ক্রমাগত মিথ্যা কথা বলেন নারীরা। যুক্তরাজ্যের বাজার গবেষণা ও অনলাইন জরিপকারী প্রতিষ্ঠান ওয়ানপোলের করা জরিপে দেখা গেছে, এক-তৃতীয়াংশ নারী ফেসবুক বা টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে একটা পর্যায়ে গিয়ে আর ‘সত্’ থাকেন না বলেই স্বীকার করেছেন। ৩০ শতাংশ বাড়িতে বসে থাকলেও কাজ করার কথা লেখেন বলে জানিয়েছেন। পাঁচজনের একজন জানিয়েছেন, তিনি তাঁর সম্পর্কের বিষয়টির ক্ষেত্রে মিথ্যা তথ্য দেন।
জরিপে অংশ নেওয়া নারীদের অধিকাংশই মত দিয়েছেন, তাঁরা ফেসবুক বা সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে এমনভাবে ভান করে পোস্ট দেন যে, তিনি এই মুহূর্তে কোথাও বেড়াতে গেছেন, অথচ বাস্তবতা হচ্ছে, ওই সময় একা বাড়িতে বসে তিনি বিরক্ত।
মনস্তত্ত্ববিদেরা জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে এভাবে ভুয়া বা মিথ্যা তথ্য লেখার কারণ হতে পারে বিরক্তি, অপরের রোমাঞ্চকর মন্তব্য দেখে হিংসা বা বন্ধু ও সহকর্মীদের খুশি করার চেষ্টা করা।
গবেষকেরা সতর্ক করে জানিয়েছেন, সামাজিক যোগাযোগের ফলে মানুষ কাছে আসার বদলে পরস্পরের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। যুক্তরাজ্যের মনস্তত্ত্ববিষয়ক পরামর্শক মাইকেল সিনক্লেয়ার বলেন, ‘আমরা অনলাইনের দুনিয়ায় নিজেদের জাহির করতে কঠোর পরিশ্রম করি। আমরা খুশি হওয়ার ভান করতে চেষ্টা চালিয়ে যাই, যা কখনোই পূর্ণ হয় না।
Read More

ইল্যান্সে আউটসোর্সিং

| |
0 comments
অনলাইন মার্কেটপ্লেস ইল্যান্সে ঘরে বসেই কাজের সুযোগ রয়েছে। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীরাও তাঁদের কাজের দক্ষতা দেখিয়ে ইল্যান্স থেকে কাজ পেতে পারেন।
ইল্যান্সের কান্ট্রি ম্যানেজার সাইদুর মামুন খান জানান, ইল্যান্সে বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের ভালো করার সুযোগ রয়েছে। ফাইন্যান্স. মার্কেটিং, ব্যবসা পরিকল্পনাসহ নানা কাজে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা ভালো করছেন। বর্তমানে ইল্যান্সে বাংলাদেশের প্রায় পাঁচ হাজার ফ্রিল্যান্সার এই বাণিজ্যসংক্রান্ত ক্ষেত্রে কাজ করছেন। চলতি বছরের শেষ নাগাদ এ সংখ্যা আরও বাড়বে।
সাইদুর মামুন খান প্রথম আলো ডটকমকে জানান, ইল্যান্স মার্কেটপ্লেসে চলতি বছরেই ফ্রিল্যান্সার সংখ্যার হিসাবে পঞ্চম স্থানে পৌঁছে যেতে পারে বাংলাদেশ। বাংলাদেশের ফ্রিল্যান্সাররা গড়ে আট ডলার আয় করছেন। তবে ব্যবস্থাপনা, ফাইন্যান্স ও সেলস মার্কেটিংয়ে গড়ে ঘণ্টাপ্রতি প্রায় ১৫ ডলার করে আয় করছেন বাংলাদেশের ফ্রিল্যান্সাররা। এ ক্ষেত্রে দক্ষ উত্সাহীরা কাজ করতে পারেন। তাঁদের উত্সাহ ও প্রশিক্ষণ দিতে ইল্যান্স কাজ করবে বলেও জানান তিনি।
বাংলাদেশ থেকে ইল্যান্সে সেলস অ্যান্ড মার্কেটিংয়ের কাজ করে সর্বোচ্চ ব্যক্তিগত আয় করেছেন ঢাকার একজন ফ্রিল্যান্সার। ২০১২ সালে তিনি ১৮ হাজার ৫০০ ডলার ব্যক্তিগত আয় করেছেন। একইভাবে দলবদ্ধ হয়ে ব্যবসা ব্যবস্থাপনার বিভিন্ন কাজ করছে ঢাকার কয়েকজন ফ্রিল্যান্সার, যাঁরা প্রায় ১২ হাজার ডলার আয় করেছেন।
বর্তমানে বাংলাদেশের ৩৩ হাজারের বেশি ফ্রিল্যান্সার শুধু ইল্যান্সে কাজ করছেন।
নতুন ফ্রিল্যান্সারদের দক্ষতা বাড়াতে দেশব্যাপী প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নে নানা কর্মসূচি নিয়েছে ইল্যান্স কর্তৃপক্ষ। সম্প্রতি ওয়েব ক্যারিয়ার প্রশিক্ষণবিষয়ক প্রতিষ্ঠান ডেভসটিমের সঙ্গে চুক্তি করেছে ইল্যান্স। বিভিন্ন ক্ষেত্রে ফ্রিল্যান্সারদের সচেতনতা বাড়াতে, তাঁদের উত্সাহ দিতে ও দক্ষতা উন্নয়নে দুটি প্রতিষ্ঠান কাজ করবে।
সাইদুর মামুন খান জানান, ফ্রিল্যান্সারদের বাজার হিসেবে বাংলাদেশকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে ইল্যান্স। যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার বায়াররা বাংলাদেশি ফ্রিল্যান্সারদের কাজে সন্তুষ্ট। তাই দক্ষ ফ্রিল্যান্সার নারী-পুরুষের জন্য ইল্যান্সে কাজ করা একটা বড় সুযোগ হতে পারে।
Read More

নতুন গ্যালাক্সির ঘোষণা দিল স্যামসাং

| |
0 comments
গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোন ‘এস ৪’ বাজারে আনার ঘোষণা দিয়েছে স্যামসাং। ১৪ মার্চ নিউইয়র্কের একটি অনুষ্ঠানে স্মার্টফোনটির ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। স্মার্টফোনটিতে আইট্র্যাকিং এবং জেশ্চার কন্ট্রোল বা অঙ্গভঙ্গি শনাক্ত করার প্রযুক্তি রয়েছে। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
চলতি বছরের এপ্রিল মাসের শেষ নাগাদ স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে। এর দাম বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি স্যামসাং কর্তৃপক্ষ।
অ্যান্ড্রয়েড জেলি বিন অপারেটিং সিস্টেমনির্ভর ‘গ্যালাক্সি এস ৪’ হচ্ছে বাজারের জনপ্রিয় ‘গ্যালাক্সি এস ৩’ স্মার্টফোনটির পরবর্তী সংস্করণ। ২০১২ সালে বাজারে আসা ‘গ্যালাক্সি এস ৩’ স্মার্টফোনটি ৪ কোটি ইউনিটের বেশি বিক্রি হয়েছে।
স্যামসাং কর্তৃপক্ষ জানায়, ১৫৫ টি দেশের ৩২৭ টি মোবাইল অপারেটর ‘গ্যালাক্সি এস ৪’ স্মার্টফোনটি বিক্রি করবে। সাদা ও কালো এ দুটি রঙে বাজারে আসবে আট কোর প্রসেসরের এ স্মার্টফোনটি। ৪.৯৯ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লেযুক্ত স্মার্টফোনটিতে ২ গিগাবাইট র‌্যাম রয়েছে। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ক্যামেরা এবং হাই ডেফিনেশন বা এইচডি মানের ভিডিও দেখার সুবিধা।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, স্মার্টফোনের বাজারে অ্যাপল, নকিয়া, এইচটিসি, সনির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে যেতে স্যামসাংয়ের নতুন ‘টেক্কা’ হতে যাচ্ছে ‘গ্যালাক্সি এস ৪’ স্মার্টফোনটি।
স্মার্টফোনটিতে আই স্ক্রল ও ফ্লোটিং টাচ সুবিধা থাকায় চোখের ইশারা ও হাত নেড়ে নানা কাজ করা সম্ভব হবে।
Read More

Monday, March 11, 2013

এইচটিসি আনছে ফেসবুক ফোন

| |
0 comments
ফেসবুক ব্যবহারের সুবিধাকে গুরুত্ব দিয়ে নতুন একটি স্মার্টফোন বাজারে আনতে পারে এইচটিসি। স্মার্টফোনটির নাম হবে ‘এইচটিসি মিস্ট’। এক খবরে এ তথ্য জানিয়েছে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল।
দুই বছর আগে বিশেষ ফেসবুক বাটনযুক্ত ‘এইচটিসি স্ট্যাটাস’ স্মার্টফোনটি বাজারে এনেছিল তাইওয়ানের স্মার্টফোন নির্মাতাপ্রতিষ্ঠানটি।
আনওয়্যারডভিউ নামের প্রযুক্তিবিষয়ক একটি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, এইচটিসি, ফেসবুক ও এটি অ্যান্ড টি মিলে ফেসবুককে গুরুত্ব দিয়ে এইচটিসি মিস্ট ফোনটি তৈরি করছে। ডুয়াল কোর প্রসেসর, এক গিগাবাইট র্যাম, ১৬ গিগাবাইট তথ্য ধারণক্ষমতার স্মার্টফোনটি চলবে অ্যান্ড্রয়েডে।
৪.৩ ইঞ্চি মাপের এ স্মার্টফোনটিতে ৫ মেগাপিক্সেল ক্যামেরা থাকবে। ফেসবুক অ্যাপ্লিকেশন, মেসেঞ্জার প্রভৃতি এই স্মার্টফোনে আগে থেকেই লোড করা থাকবে।
Read More

সৌরশক্তিতেই চার্জ হবে স্মার্টফোন, ট্যাবলেট

| |
0 comments
স্মার্টফোনে নানা অ্যাপ্লিকেশনের ব্যবহারে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হয়ে যায়। আশার কথা, সমস্যা দূর করতে যুক্তরাষ্ট্রের গবেষকেরা স্মার্টফোনে ব্যবহার করা যায় এমন হালকা-পাতলা, নমনীয় সৌর-কোষ উদ্ভাবনে কাজ করছেন। এক খবরে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।
সৌর কোষ নির্মাতা প্রতিষ্ঠান আলটা ডিভাইসেসের গবেষকেরা সম্প্রতি ‘গ্যালিয়াম আর্সেনাইড’ ব্যবহার করে সৌর কোষ উদ্ভাবন করেছেন যা স্মার্টফোন ও ট্যাবলেটের সঙ্গে যুক্ত করা যায় এবং সৌরশক্তির সাহায্যে তা চার্জ দেওয়া যায়।
গবেষকেদের দাবি, সাধারণ সিলিকনের তৈরি সৌর-কোষের তুলনায় ‘গ্যালিয়াম আর্সেনাইড’ ব্যবহার করে তৈরি সৌর-কোষ অনেক বেশি কার্যকর এবং কম আলোতেও চার্জ তৈরি করতে পারে।‘গ্যালিয়াম আর্সেনাইড’ মূলত মহাকাশ সংশ্লিষ্ট প্রকল্পগুলোতে ব্যবহূত হয়।
গবেষকেরা পরীক্ষামূলকভাবে স্যামসাং গ্যালাক্সি স্মার্টফোনসহ অন্যান্য ব্র্যান্ডের স্মার্টফোনে এ সৌর-কোষ ব্যবহার করে সাফল্য পেয়েছেন।
শিগগিরই হয়তো কার্যকর সৌর-কোষনির্ভর স্মার্টফোন, ট্যাবলেট বাজারে দেখা যাবে। ইলেকট্রনিক পণ্য ছাড়াও গাড়ি ও অন্যান্য যন্ত্রে সৌর-কোষ ব্যবহার করা যাবে বলেই গবেষকেরা ধারণা করছেন।

Read More

বাতাসে ভাসবে ‘ব্যাট’ মাউস

| |
0 comments
বাতাসে ‘বাদুড়’ যেভাবে ভেসে থাকে সেভাবেই কম্পিউটারের সামনে বাতাসে ভেসে থাকবে মাউস। চেক রিপাবলিকের রাজধানী প্রাগের নকশাবিদ ভাদিম কিবারডিন অদ্ভুত ধরনের এ কম্পিউটার মাউস উদ্ভাবন করেছেন। বাতাসে ভেসে থাকার কারণে কিবারডিন এ মাউসের নাম রেখেছেন ‘ব্যাট’ মাউস বা বাদুড় মাউস।
এক খবরে ডেইলি মেইল জানিয়েছে, কিবারডিন ডিজাইন নামের একটি প্রতিষ্ঠান তারবিহীন কম্পিউটারের মাউসটির নকশা করেছে। এ প্রতিষ্ঠানটি তৈরি করেছেন রাশিয়ান বংশোদ্ভূত নকশাবিদ ভাদিম কিবারডিন। মাউসটির পাশাপাশি বিশেষ মাউস প্যাডের নকশাও করেছেন তিনি। মাউস ও মাউস প্যাডের সঙ্গে রয়েছে চৌম্বকক্ষেত্র যা মাউস প্যাডের ওপরে মাউসটিকে ভেসে থাকতে সাহায্য করে।
বিশেষজ্ঞরা বলেন, সাধারণ কম্পিউটার মাউস ব্যবহারে হাতের স্নায়ুর ক্ষতি হয়। কবজি ও আঙুলে ব্যথা হয়। এছাড়াও দীর্ঘদিন মাউস ব্যবহারে কারপাল টানেল সিনড্রোম নামে হাত ও কবজিতে এক ধরনের সমস্যা দেখা দেয়। কিবারডিনের তৈরি ব্যাট মাউস বাতাসে সুবিধামতো ব্যবহার করা যাবে ফলে এ ধরনের সমস্যা থেকে মুক্তি মিলবে।
বর্তমানে পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে ভাদিম কিবারডিনের এ ‘ব্যাট’ বা বাদুড় মাউস। শিগগিরই সাদা ও কালো রঙে বাজারে আসবে বাতাসে ভেসে থাকার বৈশিষ্ট্যযুক্ত ব্যাট মাউস।
Read More

Friday, March 8, 2013

ফেসবুক-বিরক্তদের ফেরাতে জাকারবার্গের পরিকল্পনা

| |
0 comments
ফেসবুক ব্যবহার করে যাঁরা বিরক্ত হয়ে গেছেন, নতুন কিছু নেই বলে ফেসবুকে ঢুকতে চান না, তাঁদের জন্য নতুন কিছু আনছে ফেসবুক কর্তৃপক্ষ। ৭ মার্চ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এ ইঙ্গিত দিয়েছেন।
জাকারবার্গ জানিয়েছেন, বড় ছবি, ভিডিও দেখার সুযোগ থাকবে ফেসবুকের নিউজ ফিডে। বিজ্ঞাপনদাতারাও খুশি হবেন। মোবাইল সংস্করণকে সবচেয়ে গুরুত্ব দিয়ে ফেসবুকে পরিবর্তন আনা হচ্ছে।
‘নিউইয়র্ক টাইমস’-এর একটি প্রতিবেদন অনুযায়ী, শিগগিরই ফেসবুকে বড় ধরনের পরিবর্তন আনবে ফেসবুক কর্তৃপক্ষ। নতুন পরিবর্তনে ফেসবুকের নিউজ ফিড নতুন করে সাজাবে ফেসবুক। বিজ্ঞাপনের সুবিধা ও ফেসবুক ব্যবহারকারীদের কথা ভেবে এ পরিবর্তন আনা হচ্ছে।
Read More

এক বছরে ‘গুগল প্লে’

| |
0 comments
অ্যাপ্লিকেশন বিকিকিনির জন্য গুগলের অনলাইন স্টোর ‘গুগল প্লে’ এক বছর পূর্ণ করেছে। অ্যাপলের অ্যাপ স্টোরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে চালু করা গুগল প্লে স্টোর ৬ মার্চ বুধবার এক বছর পূর্ণ করেছে।
গুগলের অ্যান্ডয়েড মার্কেটপ্লেসের নাম বদল এবং বিভিন্ন সেবা একত্র করে ২০১২ সালের ৬ মার্চ ‘প্লে’ স্টোর চালু করেছিল গুগল। ভারচুয়াল এ স্টোরটি থেকে ট্যাবলেট ও স্মার্টফোন ব্যবহারকারীরা নানা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারেন।
গুগল প্লে স্টোর থেকে আড়াই হাজার কোটি অ্যাপ্লিকেশন ডাউনলোড হয়েছে। বর্তমানে সাত লাখের বেশি অ্যাপ্লিকেশনসহ ই-বুক ও গান মিলিয়ে ১০ লাখেরও বেশি কনটেন্ট রয়েছে গুগল প্লেতে।
গুগল প্লে ডিজিটাল কনটেন্টের ভাইস প্রেসিডেন্ট জেমি রোজেনবার্গ এক ব্লগ পোস্টে জানিয়েছেন, ২০১২ সাল থেকে গুগল প্লে স্টোর দ্রুত অগ্রগতি অর্জন করেছে।
Read More

স্যামসাং আনবে ৫.৯ ইঞ্চি ফ্যাবলেট!

| |
0 comments
চলতি বছরের শেষ নাগাদ ৫.৯ ইঞ্চি মাপের ফ্যাবলেট বাজারে আনতে পারে স্যামসাং। সম্প্রতি ‘কোরিয়া টাইমস’-এর এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছর গ্যালাক্সি এস৪ স্মার্টফোনটির পর ৫.৯ ইঞ্চি মাপের ফ্যাবলেট বাজারে আনবে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি।
ট্যাবলেটের চেয়ে আকারে ছোট আর স্মার্টফোনের চেয়ে আকারে বড় পণ্যকে ফ্যাবলেট বলেন প্রযুক্তি বিশ্লেষকেরা।
স্যামসাংয়ের অভ্যন্তরীণ একটি সূত্রের বরাতে কোরিয়া টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, স্যামসাংয়ের ফ্যাবলেটে ৫.৯ ইঞ্চি মাপের লাইট-এমিটিং ডায়োড বা ওএলইডি ডিসপ্লে ব্যবহূত হবে। পাশাপাশি এতে থাকবে আট কোরের এক্সিনয়িস প্রসেসর। গত ৮ থেকে ১১ জানুয়ারি যুক্তরারে লাসভেগাসে অনুষ্ঠিত সিইএস মেলায় এক্সিনয়িস ৫ অক্টা প্রসেসর নামের আট কোরের প্রসেসর দেখিয়েছিল স্যামসাং।
এর আগে চলতি বছরের জানুয়ারিতে ‘কোরিয়া টাইমস’-এর আরেকটি প্রতিবেদনে ৬.৩ ইঞ্চি মাপের স্যামসাং গ্যালাক্সি নোট থ্রি তৈরির কথা জানানো হয়েছিল।
প্রযুক্তি গবেষকেরা জানিয়েছেন, স্যামসাংয়ের বর্তমান নোট টু স্মার্টফোনটির আকারের কারণে একে ট্যাবলেট ও স্মার্টফোনের মাঝামাঝি পণ্য ‘ফ্যাবলেট’ বলা হয়। ৫.৯ ইঞ্চির ফ্যাবলেট ও ৬.৩ ইঞ্চি মাপের অ্যামোলেড ডিসপ্লেযুক্ত নোট থ্রি স্মার্টফোনটি ফ্যাবলেটের চেয়েও বড় হবে।
স্যামসাংয়ের ভবিষ্যতের ফ্যাবলেটে নমনীয় বা সহজেই ভাঁজ করা যায় এমন প্রযুক্তির ডিসপ্লে ব্যবহূত হতে পারে বলেও ধারণা করছেন প্রযুক্তি বিশ্লেষকেরা। স্যামসাং আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি। তবে ১৪ মার্চ নিউইয়র্কে গ্যালাক্সি সিরিজে নতুন স্মার্টফোনের ঘোষণা দিতে পারে স্যামসাং।
Read More

বছরে ২৩ দিন যায় মোবাইলে!

| |
0 comments
৩৬৫ দিনের মধ্যে ২৩ দিন ব্যয় হচ্ছে শুধু মোবাইলের পেছনে! যুক্তরাজ্যের গবেষকেরা হিসাব করে দেখেছেন, গড়ে বছরের প্রায় ২৩ দিন সময় ব্যয় হচ্ছে শুধু মোবাইলে কথা বলা, বার্তা পাঠানো, অ্যাপ্লিকেশন আর গেম খেলতে। যুক্তরাজ্যের মোবাইল ফোন ইনস্যুরেন্স ওয়েবসাইট ‘মোবাইল ইনস্যুরেন্স’ দুই হাজার ৩১৪ জন ব্যক্তিকে নিয়ে একটি জরিপ চালিয়েছে। জরিপে অংশগ্রহণকারীরা জানিয়েছেন, মোবাইলের পেছনে গড়ে প্রতিদিন দেড় ঘণ্টা করে সময় ব্যয় করেন তাঁরা।
গবেষকেরা হিসাব করে দেখেছেন, ৩৬৫ দিনের মধ্যে প্রায় ২৩ দিন সময় মানুষের কেড়ে নিচ্ছে শুধু মোবাইল ফোনের ব্যবহার। মানুষের গড় আয়ুর হিসাব ধরলে মোবাইল ব্যবহারের সময় দাঁড়ায় ১৪১৪ দিন বা প্রায় চার বছর!
Read More

মারা গেলে ফেসবুকের কী হবে?

| |
0 comments
ফেসবুক ব্যবহারকারী কেউ যখন মারা যান, তাঁর ফেসবুক পাতাটি দীর্ঘদিন ধরে অনলাইনে অব্যবহূত থেকে যায়। এ পাতাটির নিয়ন্ত্রণ নিয়ে কেউ হয়তো কোনো অপরাধ করে বসতে পারে। কম্পিউটার নিরাপত্তাপ্রতিষ্ঠান ম্যাকাফির বিশেষজ্ঞরা বলছেন, কারও অবর্তমানে ডিজিটাল সম্পদগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। ফেসবুক, টুইটার বা ভারচুয়াল সব অ্যাকাউন্ট আপনার ডিজিটাল সম্পদ হতে পারে। এগুলোর আর্থিক মূল্য আছে। এ সম্পদের ভবিষ্যত্ আগেভাগেই নির্ধারণ করে রাখার পরামর্শ দিয়েছেন যুক্তরাষ্ট্রের সম্পদ পরিকল্পনা বিশেষজ্ঞ জেমস ল্যাম।
ফেসবুকের নীতিমালা অনুযায়ী, কোনো ব্যক্তি মারা গেলে তাঁর ‘লগইন পাসওয়ার্ড’ ও ‘ইউজার নেম’ ফেসবুক কাউকে সরবরাহ করে না। তবে পরিবারের কোনো সদস্য চাইলে ফেসবুকের সঙ্গে যোগাযোগ করে অ্যাকাউন্টটি মুছে ফেলতে বা ফেসবুক মেমোরিয়াল পেজে রূপান্তর করতে পারেন। ইয়াহুর নীতিমালা সবচেয়ে কঠোর। কারও মৃত্যু হলে ইয়াহু কর্তৃপক্ষ কখনো লগইন করার তথ্য দিতে বাধ্য নয়। তবে জিমেইল ও হটমেইল কর্তৃপক্ষের কাছে উপযুক্ত প্রমাণ দিয়ে মেইল করলে আলাদা একটি সিডিতে করে তথ্য সরবরাহ করে কর্তৃপক্ষ। কোনো ওয়েবসাইটেই ডিজিটাল সম্পদের তথ্য জমা না রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট ম্যাশেবল এ তথ্য জানিয়েছে।
গবেষকেরা বলেন, অনলাইনে প্রকাশিত তথ্য কখনো চিরতরে মুছে ফেলা সম্ভব হয় না। এটি কেবল হাতবদল হয়ে রূপ বদলাতে পারে। তথ্য রিসাইকেল করে নানাভাবে ব্যবহূত হতে থাকে।

ডিজিটাল সম্পদ ব্যবস্থাপনা বিষয়ে জেমস ল্যামের পরামর্শ:
১. আপনার মূল্যবান ছবি, স্মৃতি একটি পেনড্রাইভে সংরক্ষণ করে রাখুন।
২. আপনার ডিজিটাল সম্পদের ওয়ারিশ বা দাবিদার আগে থেকে নির্ধারণ করে রাখুন।
৩. আপনার ডিজিটাল সম্পদ বা সামাজিক যোগাযোগের ওয়েবসাইট, অনলাইন ব্যাংক, বিনিয়োগ, গেম বা অন্যান্য ভারচুয়াল প্রোফাইলের একটি তালিকা তৈরি করে রাখুন। এসব ওয়েবসাইটের ইউজার নেম, পাসওয়ার্ডসহ দরকারি তথ্য তালিকা করে রাখুন। আপনার অবর্তমানে এই সম্পদগুলোর মালিকানা কার হাতে যাবে, তা নির্ধারণ করে রাখুন বা সম্পদ কী করা হবে, তার নির্দেশনা দিয়ে রাখুন।
৪. আপনার উইল লেখার সময় ডিজিটাল সম্পদের কথাও উল্লেখ করে যান।
৫. আপনার ভারচুয়াল সম্পদগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করুন এবং তা ভালো কাজে লাগানোর প্রত্যাশা করুন বা আপনার অবর্তমানে চিরতরে সরিয়ে ফেলার নির্দেশ দিন আপনার ডিজিটাল সম্পত্তির দাবিদারকে।
জেমস ল্যামের পরামর্শ পড়ার লিংক http://www.digitalpassing.com/2010/06/21/what-is-digital-property/
Read More

Thursday, March 7, 2013

নতুন ভিডিও গেম কনসোল ‘স্টেম বক্স’

| |
0 comments
হার্ডওয়্যার নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ভিডিও গেম নির্মাতা প্রতিষ্ঠান ভালভ। আগামী চার মাসের মধ্যেই ভালভের তৈরি ভিডিও গেম কনসোল পরীক্ষামূলকভাবে বাজারে আসবে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী গ্যাব নিউওয়েল এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসির।
এ প্রসঙ্গে গ্যাব নিউওয়েল জানিয়েছেন, হার্ডওয়্যার তৈরির কাজ শুরু করেছে ভালভ। প্রতিষ্ঠানটি ‘স্টেম বক্স’ নামে একটি গেম কনসোল ও এর সফটওয়্যার তৈরি করছে।
প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, ‘স্টেম বক্স’ কনসোলটি জনপ্রিয় গেম কনসোল এক্সবক্স ৩৬০, প্লেস্টেশন ৩ -এর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম হবে।
কনসোলটিতে নতুন প্রযুক্তির কন্ট্রোলার থাকছে। পাশাপাশি ডিভাইসটি টেলিভিশন বা কম্পিউটার যেকোনো ডিসপ্লেতেই কাজ করবে।
Read More

শুরু হয়েছে সিবিট, আছে বাংলাদেশ

| |
0 comments
তথ্যপ্রযুক্তির চমক নিয়ে জার্মানিতে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় তথ্যপ্রযুক্তি মেলা ‘সিবিট ২০১৩’। সারা বিশ্বের তথ্যপ্রযুক্তির সর্বশেষ উন্নতি ও অবস্থা মূল্যায়নের জন্য এই মেলা সবার আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে। এবারের মেলার মূল প্রতিপাদ্য হলো শেয়ার ইকোনমি, অর্থাৎ তথ্যপ্রযুক্তিতে সফটওয়্যার বা নানা ধরনের ডেটা ভাড়া বা ভাগাভাগি করে সাশ্রয়ী পন্থায় প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা।
গত মঙ্গলবার হ্যানোভারে পাঁচ দিনের এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল বলেছেন তথ্যপ্রযুক্তির প্রসার পৃথিবীব্যাপী মানুষের কল্যাণে ও ব্যবহারের সুবিধার্থে সব দেশের সরকার ও রাজনীতিবিদদের সচেতন হতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে এবারের মেলার সহযোগী দেশ পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টুস্ক উপস্থিত ছিলেন। এবারের মেলায় ৭০টি দেশের ছোট-বড় মোট চার হাজার ১০০ তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।
২৪০ হাজার বর্গমিটার জায়গাজুড়ে হ্যানোভারের সিবিট মেলা প্রাঙ্গণে ২৮টি বিশাল হলে তথ্যব্যবস্থাপনা, ইন্টারনেটে নিরাপত্তা, এবং ক্লাউড কম্পিউটিংয়ের উন্নয়ন ও তথ্য প্রদর্শিত হবে। এ ছাড়া তথ্যপ্রযুক্তিবিষয়ক নানা সেমিনার, আলোচনা, চাকরির ক্ষেত্র, ব্যবসায়িক আদান-প্রদান হবে এই মেলায়।
এবারের মেলায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্যাভিলিয়নসহ নেদারল্যান্ডসের সেন্টার ফর দ্য প্রমোশন অব ইমপোর্টস ফর ডেভেলপিং কান্ট্রিস বা সিবিআইয়ের অধীন এবং সুইজারল্যান্ডের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের অধীন বাংলাদেশের বেশ কিছু তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। মেলায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্যাভিলিয়নে আসা সাতটি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটি প্রতিষ্ঠানই এবার প্রথমবারের মতো মেলায় এসেছে। প্রতিষ্ঠানগুলোর পক্ষে আসা ইমরানা খান ও রিজওয়ানা খান জানালেন বিশ্বের এই সর্ববৃহৎ মেলায় প্রথমবার এসে আকাশকুসুম কিছু আশা করছেন না। তবে ব্যবসায়িক যোগাযোগ ও এখানকার অভিজ্ঞতা প্রযুক্তি ব্যবসায় কাজে লাগাতে চান বলে জানালেন। মেলায় ৬ নম্বর হলের অনুপযোগী জায়গায় রপ্তানি উন্নয়ন ব্যুরোর স্বল্পপরিসরের খুব সাদামাটা প্যাভিলিয়ন। সাতটি প্রতিষ্ঠানের অনেকেই এ ধরনের বিশ্ব মেলায় বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর প্যাভিলিয়নের মান নিয়ে প্রশ্ন করেছেন।
সিবিআইয়ের অধীনে বাংলাদেশ থেকে এসেছে দুটি প্রতিষ্ঠান। তাদের মধ্যে লিডস সফট বাংলাদেশ লিমিটেডের শেখ শাহীদদের প্রতিষ্ঠান দীর্ঘদিন থেকে এই মেলায় আসছে। তিনি বললেন, ধৈর্য ধরে নিয়মিত এই মেলায় উপস্থিত থাকলে অবশ্যই তথ্যপ্রযুক্তি ব্যবসায় এগিয়ে যাওয়া সম্ভব। সুইজারল্যান্ডের ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের অধীন এনটিএফ-২ প্রোগ্রামের অধীনে বাংলাদেশের ১০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। তাদের একজন বিমল বণিক গতবারের মেলার অভিজ্ঞতা থেকে জানালেন, তথ্যপ্রযুক্তি বিষয়ে যোগাযোগ ও ব্যবসার ক্ষেত্রে এই মেলার বিকল্প নেই।
মেলার উদ্যোক্তারা বলছেন এই মেলায়, সারা বিশ্ব থেকে সব মিলিয়ে প্রায় তিন লাখ মানুষের সমাগম হবে। ৯ মার্চ শেষ হবে এ মেলা।
Read More

Wednesday, March 6, 2013

রেটিনা ডিসপ্লের ম্যাকবুক এখন বাজারে

| |
0 comments
অ্যাপলের তৈরি রেটিনা ডিসপ্লেযুক্ত দুইটি মডেলের ম্যাকবুক দেশের বাজারে এসেছে। ১৩.৩ ইঞ্চি মাপের এই দুইটি মডেলের ম্যাকবুক এনেছে কম্পিউটার সোর্স।
এমডি২১৩জেডএ/এ মডেলের এই ম্যাকবুকে রয়েছে কোরআই ফাইভ প্রসেসর, ৮জিবি ডিডি আর থ্রি র্যাম ও টার্বোবুস্ট প্রযুক্তি। অ্যালুমিনিয়াম কাঠামোর এই ল্যাপটপে রয়েছে ইউএসবি থ্রি পোর্ট ও এইচডিএমআই পোর্ট । ২৫৬ গিগাবাইট ফ্ল্যাশ স্টোরেজ সুবিধার এ ম্যাকবুকের দাম এক লাখ ৬৭ হাজার টাকা। আরেকটি মডেল হচ্ছে এম ডি২১২জেডএ/এ। ১২৮ গিগাবাইট ফ্ল্যাশ স্টোরেজ সুবিধার এ মডেলের ম্যাকবুকের দাম এক লাখ ৪৭ হাজার টাকা।
প্রতিটি ম্যাকবুকের সঙ্গে এক বছরের বিক্রোয়োত্তর সেবা দেবে বিপণনকারী প্রতিষ্ঠানটি।
২০১২ সালের জুন মাসে আন্তর্জাতিক বাজারে এসেছিল উন্নত রেজুলেশন অর্থাত্ রেটিনা ডিসপ্লেযুক্ত ম্যাকবুকের এই মডেলগুলো।
Read More

সেপ্টেম্বরে আসতে পারে আইফোন ৬

| |
0 comments
আইফোনের পরবর্তী সংস্করণ 'আইফোন ৬' এ বছরের সেপ্টেম্বরে বাজারে আসতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তিবাজার বিশ্লেষকরা। চলতি সপ্তাহে অ্যাপলের এক ব্লগপোস্ট থেকে এমন ইঙ্গিতই পাওয়া গেছে বলে জানিয়েছেন বাজার গবেষণা প্রতিষ্ঠান বার্কলেইসের কর্মকর্তা ক্রিক ইয়াং। এ ছাড়া আইফোনের সর্বশেষ সংস্করণ 'আইফোন ৫' গত সেপ্টেম্বরে বাজারে এসেছিল। তাই অন্তত এক বছরের ব্যবধানে এর পরবর্তী সংস্করণ বাজারে আসবে_এমন হিসাবও মেলাচ্ছেন অনেক বিশ্লেষক।
Read More

মোবাইল ফোন ‘আনলক’ করার পক্ষে হোয়াইট হাউস

| |
0 comments
মোবাইল ফোন ব্যবহারকারীদের ফোন আনলক বৈধ করা বা নতুন মোবাইল থেকে যেকোনো মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের সেবা গ্রহণের পক্ষে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস।
বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে জানানো হয়েছে, সম্প্রতি যুক্তরাষ্ট্রে মোবাইল ফোন আনলক বন্ধ করার প্রতিবাদে এক লাখের বেশি মানুষের স্বাক্ষর করা একটি অনলাইন পিটিশন হোয়াইট হাউসে গেলে যুক্তরাষ্ট্রের সরকার এ অবস্থান নেয়।
এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে যুক্তরাষ্ট্রে ফোন আনলকের বিষয়ে নিয়ম করা হয়েছিল যে, একজন গ্রাহক তাঁর যে অপারেটরের কাছ থেকে তিনি ফোনসেটটি পেয়েছেন তার বাইরে অন্য অপারেটরের সিমকার্ড ব্যবহার করতে পারবেন না।
Read More

আসছে উবুন্টু ট্যাবলেট

| |
1 comments
সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান ক্যানোনিকাল ইন্টারমেট্রিক্স-ইউ৭ নামের উবুন্টু অপারেটিং সিস্টেমচালিত ট্যাবলেট কম্পিউটার বাজারে ছাড়ার ঘোষণা দিয়েছে। এই প্রতিষ্ঠানই সর্বপ্রথম উবুন্টু ট্যাবলেট বাজারে আনতে যাচ্ছে। ক্রেতারা আগামী অক্টোবরে চাহিদা জানাতে পারবেন বলে জানা গেছে।
এই ট্যাবলেট বাজারজাত করা প্রসঙ্গে ক্যানোনিকালের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। তবে আগে জানানো হয়েছিল যে ২০১৪-এর বসন্তের সময় উবুন্টু অপারেটিং সিস্টেমের ট্যাবলেট সংস্করণ অবমুক্ত করা হতে পারে। যদিও উবুন্টু অপারেটিং সিস্টেমের টাচ ইন্টারফেস তৈরির কাজ অনেকটাই এগিয়ে রয়েছে।
প্রাথমিকভাবে এই ট্যাবলেটির দাম হতে পারে ২৯৯ ডলার। যদিও চুক্তির নীতিমালায় উল্লেখ করা হয়েছে যে এই পণ্যের উৎপাদন এখনো শুরু করা হয়নি এবং উৎপাদনের তারিখ পেছাতে পারে।
উৎপাদন শুরুর আগে ট্যাবলেট কম্পিউটারের বৈশিষ্ট্যও পরিবর্তন হতে পারে। সে কারণে পণ্যটির দামেও কিছুটা পরিবর্তন আসতে পারে।
টাচস্ক্রিন প্রযুক্তির উপযোগী সব বৈশিষ্ট্য এবং মান উন্নয়ন সম্পন্ন হওয়ার অনেক আগেই এ ধরনের ট্যাবলেট বাজারজাত করার ঘোষণা আসায় অনেকেই এই বিষয়ে নিশ্চিত হতে পারছেন না।
এই ট্যাবলেটে থাকতে পারে ১.৫ গিগাহার্জ কোয়াড-কোর কর্টেক্স এ৯ প্রসেসর, কোয়াড কোর ভিভ্যান্ট জিসি১০০০+ জিপিইউ, ১ গিগাবাইট মেমোরি, ১৬ গিগাবাইট ফ্ল্যাশ ড্রাইভ, ৭ ইঞ্চির পর্দা ইত্যাদি।
Read More

হোয়াইটবোর্ড নিজেই করবে আঁকাআঁকি

| |
0 comments
শীর্ষ সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফট এবার বাজারে নিয়ে আসছে স্বয়ংক্রিয়ভাবে স্কেচ করার হোয়াইটবোর্ড। সম্প্রতি এ তথ্য জানানো হয়। হোয়াইটবোর্ডটির সাহায্যে আঁকাআঁকি করা যাবে।
মূলত গবেষকদের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে হোয়াইটবোর্ডটি। বিভিন্ন ধরনের লেখচিত্র তৈরিসহ প্রদর্শনের ক্ষেত্রে এটি সাহায্য করবে। এর আগে মাইক্রোসফট ‘টেকফেস্ট’ নামক অনুষ্ঠানে এমনই একটি হোয়াইটবোর্ড দেখিয়েছিল। স্বয়ংক্রিয়ভাবে স্কেচ তৈরির ক্ষেত্রে কীভাবে এ হোয়াইটবোর্ডটি কাজ করবে, সেটিও দেখানো হয়েছিল টেকফেস্টে। মাইক্রোসফটের অফিস স্যুটের পাওয়ারপয়েন্টের মতোই তৈরি হয়েছে হোয়াইটবোর্ডটি। এতে পাওয়ারপয়েন্টের মতো ডায়াগ্রাম আঁকা সেটি প্রদর্শন করার কাজটি সহজেই করা যাবে। এতে তথ্য দিলে সেটি স্বয়ংক্রিয়ভাবে নানা ধরনের স্কেচ তৈরি করে দেখাতে পারবে।
মাইক্রোসফট গবেষণার মুখপাত্র কেভিন কুর্টজ বলেন, ‘আমরা ব্যবহারকারীদের কাজে লাগে এবং উপকারী এমন পণ্যসেবা দিতে চাই। প্রযুক্তির সঙ্গে যুক্ত থেকে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার অংশ হিসেবেই তৈরি হচ্ছে বিভিন্ন পণ্য।’
গবেষণার অংশ হিসেবে তৈরি হওয়া হোয়াইটবোর্ড তৈরির কাজটি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন মাইক্রোসফটের গবেষকেরা। তবে এ ধরনের হোয়াইটবোর্ডের বেশ চাহিদা আছে বলেও জানিয়েছেন তাঁরা। নানা ধরনের পণ্য তৈরির গবেষণার ক্ষেত্রে বর্তমানে বেশি মনোযোগ দিয়েছে মাইক্রোসফট। গত বছর গবেষণা এবং উন্নয়ন খাতেই প্রতিষ্ঠানটি খরচ করেছে ৯৮০ কোটি ডলার। একই সময় স্যামসাং ইলেকট্রনিকস এক হাজার ৫০ কোটি ডলার, অ্যাপল ৩৪০ কোটি ডলার, সনি ৪৬০ কোটি ডলার এবং গুগল ৬৮০ কোটি ডলার খরচ করেছে গবেষণা ও উন্নয়ন খাতে।

Read More

সবচেয়ে ধনী প্রযুক্তিবিদ বিল গেটস

| |
0 comments
ফোর্বসের করা বিশ্বের ধনী ব্যক্তিদের নতুন তালিকায় প্রযুক্তিবিদ হিসেবে তালিকার শীর্ষে রয়েছেন বিল গেটস। বিশ্বের কোটিপতিদের তালিকায় যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠানগুলোর কর্ণধারদের আধিপত্য রয়েছে।
সোমবার ফোর্বস সাময়িকীতে প্রকাশিত সাম্প্রতিক এ তালিকায় মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস, ল্যারি অ্যালিসন, সের্গেই ব্রিন, মাইকেল ডেলসহ চেনা নামগুলোই ধনী ব্যক্তির তালিকায় স্থান করে নিয়েছে।
ফোর্বসের তালিকা অনুযায়ী, ছয় হাজার ৭০০ কোটি মার্কিন ডলার সম্পদের মালিক বিল গেটস তালিকার শীর্ষে রয়েছেন। ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি অ্যালিসন চার হাজার ৩০০ কোটি মার্কিন ডলারের আর্থিক মূল্যের সম্পদের মালিক হওয়ায় তালিকায় দুই নম্বরে স্থান পেয়েছেন। আমাজনের জেফ বেজোস রয়েছেন তিনে। তাঁর সম্পদের পরিমাণ দুই হাজার ৫০০ কোটি টাকা। এর পরের অবস্থানে আছেন গুগলের ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। তার পরের অবস্থানটি মাইকেল ডেলের। এ ছাড়া তালিকায় রয়েছেন পল অ্যালেন ও মার্ক জাকারবার্গ।

Read More

চোখ নাড়িয়ে ইমেইল স্ক্রল!

| |
0 comments
মোবাইল ফোনে যুক্ত হতে যাচ্ছে আই-ট্র্যাকিং প্রযুক্তি। অর্থাত্ এর ফলে চোখের ইশারা পড়তে পারবে মোবাইল ফোন। ইমেইল পড়ার সময় চোখ দিয়ে ইমেইল নিয়ন্ত্রণ করা যাবে। চোখ নীচের দিকে নামালে মেইলও স্বয়ংক্রিয় স্ক্রল হবে। প্রযুক্তি বিশ্লেষকেরা ধারণা করছেন, স্যামসাংয়ের গ্যালাক্সি সিরিজের নতুন স্মার্টফোন ‘এস ৪’ এ আইট্র্যাকিং প্রযুক্তি যুক্ত করবে প্রতিষ্ঠানটি। ১৪ মার্চ নিউইয়র্কের একটি অনুষ্ঠানে স্মার্টফোনটি বাজারে আনার ঘোষণা দেবে স্যামসাং।
স্যামসাং কর্মকর্তাদের বরাতে ব্লুমবার্গ একটি প্রতিবেদনে জানিয়েছে, আইট্র্যাকিং প্রযুক্তি থাকায় স্ক্রল করা বা নতুন অপশনে যাওয়ার জন্য টাচ করার প্রয়োজন পড়বে না। চোখের ইশারায় স্মার্টফোন চালানো যাবে। স্যামসাংয়ের পেটেন্ট করা ‘আই স্ক্রল’ প্রযুক্তিটিই গ্যালাক্সি এস ৪ স্মার্টফোনে ব্যবহূত হতে পারে। উন্নত রেজুলেশনের হালকা-পাতলা স্মার্টফোনটিতে থাকবে দ্রুতগতির প্রসেসর। স্মার্টফোনটির দাম ও নতুন ফিচার জানতে আর এক সপ্তাহ অপেক্ষায় থাকতেই হচ্ছে আগ্রহীদের।
Read More

নির্বাচনে প্রভাব ফেলবে সামাজিক যোগাযোগ

| |
0 comments
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলো বাংলাদেশ ও ভারতে ২০১৪ সালের জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ফেসবুক, টুইটার, ইউটিউব, ব্লগগুলো নির্বাচনী প্রচারসহ রাজনৈতিক দলগুলোর মতাদর্শ প্রকাশের ক্ষেত্রে শক্তিশালী মাধ্যম হয়ে উঠতে পারে।
জনে জনে গিয়ে ভোট চাওয়ার চেয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো ব্যবহার করে অনেক মানুষের কাছে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে দেওয়া সহজতর। ইন্ডিয়া টুডের সাম্প্রতিক এক প্রতিবেদন অনুযায়ী, রাজনীতিতে পরিবর্তন আনতে এর মধ্যেই ভারতের রাজনৈতিক দল বিজেপি ও কংগ্রেস সামাজিক যোগাযোগের ক্ষেত্রটিকে বেছে নিয়েছে।
সামাজিক যোগাযোগের মাধ্যমে বাংলাদেশের মানুষ দৃষ্টান্তই স্থাপন করেছে। শাহবাগে শুরু হওয়া ‘গণজাগরণ’-এর সূত্রপাত সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করেই শুরু হয়েছিল। গণতন্ত্রের সঠিক চর্চার জন্য এ প্লাটফর্মটির প্রতি মানুষের আগ্রহ বাড়ছেই।

ভারতে সামাজিক যোগাযোগে নির্বাচনী প্রচারণা

নির্বাচন ও রাজনীতির ক্ষেত্রে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো কতটা গুরুত্বপূর্ণ হতে পারে, সে তথ্য ‘ইন্ডিয়া টুড’-এর সাম্প্রতিক একটি প্রতিবেদনে উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, ভারতের রাজনৈতিক দল বিজেপির নির্বাচনী প্রচারণা চালাতে কাজ করছে একদল তরুণ। বিজেপির তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞদের তরুণ একটি দল ফেসবুক, টুইটার, ইউটিউবে দলটির নানা কর্মকাণ্ডের ইতিবাচক দিক তুলে ধরতে কাজ করছে। নতুন ভোটার আর তরুণদের কাছে গ্রহণযোগ্যতা বাড়াতে সামাজিক যোগাযোগের ক্ষেত্রটি কাজে লাগাচ্ছে দলটি। সামাজিক যোগাযোগে দক্ষ এসব কর্মীর বেশির ভাগই দলটির কর্মী-সমর্থক, যাঁরা বিনা বেতনে দলের জন্য কাজ করছেন।
ভারতের আরেকটি রাজনৈতিক দল কংগ্রেসও পিছিয়ে নেই। এ দলটির ১০ জন সদস্যকে নিয়ে তৈরি হয়েছে ‘যোগাযোগ ও প্রচারণা কমিটি’। এ কমিটির সদস্য দিগবিজয়া সিংহাল বলেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর গুরুত্ব হেলাফেলা করার মতো নয়।’ ভারতের রাজনীতি ও ২০১৪ সালের জাতীয় নির্বাচনে সামাজিক যোগাযোগের মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেই মনে করছে কংগ্রেস। তাই দলটির বিভিন্ন সংগঠনের কাছে বিভিন্ন বার্তা পৌঁছাতে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করছে দলটি।
ভারতের পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপ্যাধায়ও তিন স্তরবিশিষ্ট তথ্যপ্রযুক্তিনির্ভর দল তৈরি করেছেন। এর মধ্যে একটি দল সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে তাঁর হয়ে কাজ করছে।
এ প্রসঙ্গে ভারতের বিশেষজ্ঞরা জানিয়েছেন, ভারতে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর শক্তিশালী ভূমিকা ইতিমধ্যে প্রমাণিত। দুর্নীতির বিরুদ্ধে আন্না হাজারের প্রতিবাদের বিষয়টি টুইটারে সাড়া ফেলেছে। দিল্লিতে গণধর্ষণের ঘটনায় সামাজিক যোগাযোগের ক্ষেত্রটিতে মানুষের প্রতিবাদ সবার মনোযোগ কেড়েছে। সর্বস্তরের মানুষকে এক করতে পেরেছে সামাজিক যোগাযোগের মাধ্যম।

নতুন বাংলাদেশ
সামাজিক যোগাযোগকে কেন্দ্র করে গড়ে ওঠা শাহবাগের আন্দোলন ঘিরে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনা। ২০১৪ সালের নির্বাচন নিয়ে মানুষ ভাবছেন বিকল্পের কথা। হাসিনা-খালেদা-এরশাদ-সামরিক শাসন—সব অভিজ্ঞতা এখন মানুষের হয়েছে। স্বাধীনতার চার দশক পরে সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার করে নির্বাচনী বিপ্লবের সম্ভাবনার বিষয়টি ভাবছেন এখনকার তরুণেরা। বাংলাদেশে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে ইউটিউব। তবে ফেসবুক, ব্লগ আর টুইটারের মতো সামাজিক যোগাযোগের ক্ষেত্রগুলোতে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ বাড়ছে। এই শক্তিশালী মাধ্যমটিই বাংলাদেশে গণজাগরণ তৈরি করতে পেরেছে। সামাজিক যোগাযোগের প্লাটফর্ম ব্যবহার করে মানুষ জড়ো হয়েছে শাহবাগে। তৈরি হয়েছে ‘প্রজন্ম চত্বর’। কোনো ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে তা সবার আগে চলে আসছে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটগুলোতে। সবখানে তা ছড়িয়ে পড়ছে মুহূর্তেই। আগামী নির্বাচনে সামাজিক যোগাযোগের ক্ষেত্রটি ভারতের মতো বাংলাদেশেও বড় ভূমিকা রাখতে পারে। তরুণদের ভাবনা, আলোচনা-সমালোচনা থেকেই ভোটাররা জানতে পারবেন প্রার্থী, ভোটকেন্দ্র, ভোটারদের তথ্য। এ ক্ষেত্রটির মাধ্যমেই নির্বাচনী কারচুপি হলেও তা মুহূর্তেই সবার কাছে পৌঁছে যাবে।

আরব বসন্ত
সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের প্রভাবের কারণেই মিসরে ‘আরব বসন্ত’ বা সরকারের বিরুদ্ধে বিপ্লব দানা বেঁধে উঠেছিল। আরব বসন্তের পেছনে গুগল, ফেসবুক ও টুইটারকে কারণ হিসেবে মনে করেন অনেকেই। কারণ, আরব বসন্তের শুরুতে মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারকের সরকারের বিরুদ্ধে ফেসবুকের সাহায্য নিয়ে তরুণেরা যোগাযোগ করেছেন, একত্র হয়েছেন এবং ক্রমশ বিচ্ছিন্ন করে ফেলেছিলেন হোসনি মোবারককে। এই বিপ্লবের সফলতার জন্য সামাজিক যোগাযোগ ‘অস্ত্র’ হিসেবে ব্যবহূত হয়েছে। মিসরের জনগণের মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকারের দাবিতে সামাজিক যোগাযোগের ওয়েবসাইটকেই মাধ্যম হিসেবে বেছে নিয়েছিলেন বিপ্লবীরা।
ফেসবুক কেন হয়ে উঠেছিল বিপ্লবের মাধ্যম? শাসক শ্রেণীর বিরুদ্ধে অনলাইনে তথ্য বা মত প্রকাশের জন্য নির্যাতনের শিকার হন পোস্টকারী। এরপর নির্যাতনের খবর দ্রুত ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকে। টুইট, ইউটিউব ভিডিও, সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন লেখায় প্রতিবাদ ঝরে পড়তে শুরু করে। এ থেকেই সচেতনতা ও প্রতিবাদ গড়ে ওঠে। তিউনিসিয়া, মিসরসহ প্রতিবেশী দেশগুলোর মর্মস্পর্শী ছবি যখন অনলাইনে পোস্ট করা শুরু হয়েছিল, সেগুলো দ্রুত সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং আরব বসন্তের অনুঘটক হিসেবে কাজ করে। এ সুযোগটাকে পশ্চিমা বিশ্ব দ্রুত লুফে নিয়েছিল এবং তাঁদের সাফল্য হিসেবে উদযাপন করতে শুরু করেছিল। এদিকে, আরব বসন্ত বা ফেসবুক বিপ্লবের এই ধারণা দ্রুত সারা বিশ্বের মানুষের মনে গেথে যায়।
সামাজিক যোগাযোগের এই সাইটগুলো কি এ ধরনের বিপ্লবের জন্য গুরুত্বপূর্ণ অস্ত্র বা মোক্ষম হাতিয়ার বা বিপ্লবের রসদ জোগাতে সক্ষম? আরব বসন্তের এক বছর পরও প্রশ্নটির উত্তর খুঁজতে ব্যস্ত গবেষকেরা। সামাজিক যোগাযোগের সাফল্য-ব্যর্থতা নিয়ে এখনো বিতর্ক রয়েছে।

নির্বাচন ২০১৪
লন্ডনভিত্তিক সামাজিক যোগাযোগের ওয়েবসাইট বিশ্লেষক সোসালব্রেকার্সের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রায় ৩০ লাখ আর ভারতে ১৪ কোটি ফেসবুক ব্যবহারকারী রয়েছেন। এই বিপুলসংখ্যক মানুষের কাছে কোনো তথ্য পৌঁছালে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং মূল মিডিয়ার চেয়েও শক্তিশালী হিসেবে কাজ করে। আর এ ক্ষমতা সামাজিক পরিবর্তন আনতে পারে। ভারতের রাজনৈতিক নেতা মিরা সান্যালের মতে, সামাজিক যোগাযোগের ওয়েবসাইটকে দুভাবে রাজনৈতিক যন্ত্র হিসেবে ব্যবহার করা যায়। এক হচ্ছে, এ অঞ্চলের মধ্যবিত্তদের একত্র করার কাজ। মধ্যবিত্তদের ধারণা, তাদের ভোট রাজনীতিতে কোনো প্রভাব ফেলে না। তাদের কাছে বার্তা পৌঁছে দেওয়ার জন্য সামাজিক যোগাযোগ যথেষ্ট। ‘নিউইয়র্ক টাইমস’-এর কলাম লেখক টমাস ফ্রায়েডম্যান লিখেছেন, ভারতের রাজনীতিতে ভারচুয়াল মধ্যবিত্তদের বিরাট একটি সম্প্রদায় তৈরি হয়েছে। এদের সংখ্যাটা নগণ্য হলেও তাঁরা বড় পরিবর্তনের নিয়ামক হতে পারেন। সামাজিক যোগাযোগকে রাজনৈতিক কাজে ব্যবহারের আরেকটি পথ হচ্ছে, এ প্লাটফর্মে তথ্য শেয়ার করা, রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়া। সুবিধা হচ্ছে, এতে সরাসরি মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়। তবে, এ ক্ষেত্রে বড় বাধা হচ্ছে, ভুল বার্তা দেওয়ার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা।
দেশে সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ও মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বাড়ছে। বর্তমানে দেশে ১০ কোটি মানুষের কাছে মোবাইল ফোনের সংযোগ রয়েছে। সামাজিক যোগাযোগের ওয়েবসাইট সমর্থন করে এমন স্মার্টফোনের দামও সাধ্যের মধ্যে। তাই সামাজিক যোগাযোগের শক্তি অবহেলা করার মতো নয়। তবে, বাকস্বাধীনতায় হস্তক্ষেপ বা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করলেও সাধারণ মানুষ বিষয়টিকে সহজভাবে নেবে না।
Read More






Backlink Builder

Enter Keyword (Theme)

BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.

Translate

adf

ShareThis