Friday, April 5, 2013

দেড় মাসের মধ্যে বাংলাদেশে পেপাল চালু হবে

| |
0 comments
আগামি দেড় মাসের মধ্যে দেশে ইন্টারনেটে অর্থ লেনদেনের জনপ্রিয় পদ্ধতি পেপাল চালু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সিলেটের ই-বাণিজ্য মেলার উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান। রিকাবীবাজারের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সকাল ১১টায় ভিডিও সম্মেলনের মাধ্যমে অর্থমন্ত্রী তিনদিনব্যাপি ই-কমার্স মেলা উদ্বোধন করেন।
তিনি বলেন, 'ই-কমার্স কেনাকাটা ও ব্যবসা বাণিজ্যকে আরো অনেক সহজ করতে পারে। পেপাল চালু হলে আউট সোর্সিংয়ের সাথে জড়িত তরুণ প্রজন্ম উপকৃত হবে। তখন তাদের অর্জিত অর্থ কোন মাধ্যম ছাড়াই সরাসরি অ্যাকাউন্টে জমা হবে।'
মেলা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সিলেটের মেয়র বদর উদ্দিন কামরান, বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, কম্পিউটার জগতের সহকারী সম্পাদক এম এ হক অনু এবং কারিগরি সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল।
ই-কমার্সের সঙ্গে জড়িত ৪৫টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মেলায় তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।
প্রতিদিন সকাল ১০টায় থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। সবার জন্য উন্মুক্ত এ মেলার হালনাগাদ তথ্য জানা যাবে www.e-commercefair.com ওয়েবসাইটে।
সিলেট জেলা প্রশাসন ও মাসিক 'কম্পিউটার জগৎ' এ মেলার আয়োজক।
Read More

Monday, April 1, 2013

এবার কাজ করুন Facebook ও Twitter এর

| |
3 comments

Facebook এ বসে শুধু সময় নষ্ট করবেন? নাকি আপনার Facebook ও Twitter একাউন্টের মাধ্যমে কিছু Euro কামাবেন? হ্যাঁ. এখন আপনি চাইলে আপনার Facebook এবং Twitter একাউন্টের মাধ্যমে কিছু Euro কামাতে পারবেন। আপনাকে আজ এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি এই ইউরো কামাতে পারবেন। সাইটটির নাম হচ্ছে Fanslave. শুধুমাত্র Like & Follow এর মাধ্যমেই আপনি দিনে ২০ মিনিটের চেয়ে কম কাজ করে .50 ইউরো আয় করতে পারবেন। আপনি ১৫ ইউরো হলেই PayPal বা Alertpay এর মাধ্যমে Pay out করতে পারবেন। আর আপনারা জানেন যে, ১ ইউরো সমান ১১০ টাকা। তবে আর দেরি কেন? ***তবে আর দেরি কেন? আজই Register করে আয় শুরু করে দিন। 
রেজিস্ট্রেশনপদ্ধতি: Click Here প্রথমে এই লিঙ্ক এ গিয়ে রেজিস্ট্রেশান করুন।
প্রতিদিন ২-৩ বার একাউন্টে ঢুকে পেজ লাইক করবেন।  

রেফারেলের মাধ্যমে আয়: আছে আয় করার জন্য ১৫% রেফারেল ইনকাম। আপনার রেফারেল লিংকের মাধ্যমে যারা জয়েন করবে, তারা যত ইউরো আয় করবে আপনি পাবেন তার পুরো আয়ের ১৫%। প্রচুর পরিমানে আয় করার জন্যে এটা একটা বড় সুযোগ নয় কি? আমি এখানে একটি হিসাব দিচ্ছি- মনে করুন, আপনি ৫০ জনকে রেফার করলেন। এবং তারা প্রত্যেকে মাসে ৩০ ইউরো করে আয় করছে। তাহলে আপনার আয় দাড়াল (৫০*৩০=১৫০০)১৫% সমান ২২৫ ইউরো বা (২২৫*১১০=২৪৭৫০) ২৪৭৫০ টাকা প্রতি মাসে অতিরিক্ত আয়। আপনি যদি আরও বেশি রেফার করতে পারেন, তাহলে তো আরো অনেক বেশি ইনকাম। আর আপনার নিজস্য আয় তো থাকবেই। এত সহজে এরকম আয় করার সুযোগ আর কোথাও কারো জানা আছে কি??????? অনেকে প্রশ্ন করতে পারেন যে, এত তারাতারি এত রিফার করব কিভাবে? আমি বলব, যেকোন ধরনের আয় করতে হলে প্রথমে কম কম আয় করে হলেও দু-এক মাস কাজ করার পর আপনি প্রচুর পরিমান আয় করতে পারবেন। উল্লেখ্য, প্রথম প্রথম আপনি খুব বেশি পেজ পাবেন না। তাই প্রথমে আপনি খুব বেশি আয় করতে না পারলেও কাজ চালিয়ে যান। যখন আপনার Fan Rank বাড়বে সাথে সাথে আপনার আয়ও বাড়বে, প্রথমে আপনার Fan Rank 01 ( One) থাকবে, যা পরবর্তীতে 10 (Ten) পর্যন্ত বাড়বে। তবে তার জন্য আপনার রেফার বাড়াতে হবে এবং Facebook এর ফ্রেন্ড সংখ্যাও বাড়াতে হবে। রেফার না বাড়ালে Fan Rankও বাড়বে না, আর Fan Rank না বাড়লে আয়ও বাড়বে না। সুতরাং যত বেশি রেফার তত বেশি আয়। ***তবে আর দেরি কেন? আজই রেজিস্ট্রেশান করে আয় শুরু করে দিন।

Fanslave থেকে অন্যান্ন সুযোগ সুবিধা: এখান থেকে আপনি উপার্জন ছাড়াও অন্যান্ন সুযোগ-সুবিধা পেতে পারেন। যেমন- আপনার যদি একটি ফেসবুক ফ্যান পেজ থাকে তাহলে আপনি কিছু ক্রেডিটের বিনিময়ে আপনার পেজের লাইক বাড়িয়ে নিতে পারেন। এছাড়াও রয়েছে অন্যান্ন সুযোগ-সুবিধা। যা আপনি তাদের সাইট ভিসিট করলেই জানতে পারবেন।

টাকা উত্তোলন: আপনার একাউন্টে মাত্র ১৫ ইউরো হলেই আপনি তা এলার্টপে বা পেপালের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।ওহ ভাল কথা, আপনাকে টাকা তুলতে হলে payza(সাবেক Alert pay) অ্যাকাউন্ট থাকতে হবে।
কি ভাবে এলার্টপে একাউন্ট পেতে পারি বা ওপেন করতে পারি। Just Click Here 
Read More

Friday, March 29, 2013

ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা হয়ে গেল!!!

| |
0 comments


বিশ্বব্যাপী ইন্টারনেট-ব্যবস্থার গতি ধীর হয়ে পড়েছে। এটাকে ‘ইতিহাসের সবচেয়ে বড় সাইবার হামলা’ হিসেবে দেখছেন ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞরা। স্পাম-প্রতিরোধী একটি গ্রুপ ও একটি ওয়েব হোস্টিং প্রতিষ্ঠানের দ্বন্দ্বের পর এ ঘটনা ঘটে। নেটফ্লিক্সের মতো জনপ্রিয় সেবাগুলোতে এই ‘সাইবার হামলা’র প্রভাব পড়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এতে ব্যাংকিং ও ই-মেইল ব্যবস্থায়ও প্রভাব পড়তে পারে। পাঁচটি দেশের জাতীয় সাইবার-পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।
যে দুটি প্রতিষ্ঠানের দ্বন্দ্বের জের ধরে এ ঘটনা ঘটে তারা হলো, স্পামহাস ও সাইবারবাংকার। স্পামহাস হচ্ছে যুক্তরাজ্যের লন্ডন ও সুইজারল্যান্ডের জেনেভাভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান। এটি স্পাম ও অন্যান্য অনাকাঙ্ক্ষিত উপাদান খুঁজে বের করার মাধ্যমে ই-মেইল সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোকে সহায়তা করে থাকে। এটা করতে তারা বেশকিছু ব্লক তালিকা তৈরি করে, যা সার্ভারগুলো থেকে ইন্টারনেটে ক্ষতিসাধন করার উদ্দেশ্যে ব্যবহূত হয়।
আর সাইবারবাংকার হচ্ছে নেদারল্যান্ডভিত্তিক ওয়েব হোস্টিং প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে, তারা কেবল শিশু পর্নোগ্রাফি ও সন্ত্রাসী কর্মকাণ্ড-সংশ্লিষ্ট বিষয়গুলো ছাড়া সবকিছুই ইন্টারনেটে রাখতে দেবে।
সম্প্রতি সাইবারবাংকারের সার্ভারগুলো ব্লক করে দেয় স্পামহাস। এ ঘটনার পর সাইবারবাংকারের মুখপাত্র দাবিকারী এসভেন ওলাফ কামফুইস এক বিবৃতিতে অভিযোগ করেন, স্পামহাস তাদের অবস্থানকে অপব্যবহার করছে। ‘ইন্টারনেটে কী যাবে আর কী যাবে না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্পামহাসকে দেওয়া উচিত নয়।’
স্পামহাসের অভিযোগ, সাইবারবাংকার পূর্ব ইউরোপ ও রাশিয়ার কিছু ‘অপরাধ চক্র’ এই সাইবার হামলার পেছনে জড়িত। অভিযোগের বিষয়ে বিবিসির পক্ষ থেকে সাইবারবাংকারের মন্তব্য চাওয়া হয়েছিল। তবে তারা এই অনুরোধে সাড়া দেয়নি।
স্পামহাসের প্রধান নির্বাহী স্টিভ লিনফোর্ড জানিয়েছেন, এই সাইবার হামলার ধরন ছিল নজিরবিহীন। তিনি বলেন, ‘আমরা এক সপ্তাহের বেশি সময় ধরে এই হামলার আওতায় রয়েছি। তবে আমরা ঠিক রয়েছি। তারা আমাদের ফেলে দিতে পারেনি। সবকিছু ঠিকঠাক রাখতে আমাদের প্রকৌশলীরা টানা কাজ করে যাচ্ছেন।’ বিবিসি।
Read More

Thursday, March 28, 2013

alexa rank কমিয়ে নিন আপনার সাইটের

| |
0 comments
alexa rank কমিয়ে নিন আপনার সাইটের খুব সহজে। এটি ১০০% কাজ করে। অবশ্যই আপনার সাইটের ভিজিটর বেড়ে যাবে এটি ব্যবহার করলে আর একটি সাইটের ভিজিটর বেড়ে গেলেই আপনার সাইটের alexa rank ভালো হবেই।

কিভাবে ব্যবহার করবেন?


১। প্রথমে এখনে ক্লিক করে রেজিস্টার করুণ।  (খুব সহজ শুধু একটি ইমেইল আইডি এবং পাসওয়ার্ড দিলেই হয়ে যাচ্ছে)
ক) Alexa Plugin/toolbar টি ইন্সটল করুণ।
২। ড্যাশবোর্ড থেকে নিজের সাইটের লিংক দিয়ে সেভ দিন।
৩। এবার Launch Autosurf দিলেই কাজ শুরু হয়ে যাবে। এটি দিয়ে আপনার কম্পিউটার অন রেখে ঘুমিয়ে পরুন। সকালে উঠে দেখবেন অনেক পয়েন্ট পেয়ে গেছেন। আপনি অন্যদের সাইট ভিজিট করলে নিজের সাইটে একটি ফিরতি ভিজিট পাচ্ছেন। সব কিছু অটো হয়ে যাবে আপনাকে কিছু করতে হবেনা শুধু এটি অন করে রাখলেই বাকি কাজ নিজে নিজে হতে থাকবে।

কিভাবে এটি কাজ করে:


1. একটি ফায়ারফক্স ব্রাউজার আপ এবং বিনামূল্যে জন্য আলেক্সা প্লাগইন / টুলবার লক্ষণ সঙ্গে ব্যবহারকারী।
2. আপনি 100 প্রারম্ভিক বিনামূল্যে সার্ফিং পয়েন্ট পাবেন এবং এর আলেক্সা রান্কিং অনুমোদন পাবেন সাথে সাথে আপনার ওয়েবসাইট সাবমিট করলেই। অন্যান্য ওয়েবসাইটের অটো সার্ফিং চালু করে রাখলেই আপনার সাইটে ভিজিটর অটো আসতে থাকবে।
3. পয়েন্ট সার্ফিং এর জন্য সার্ফ পাবেন আপনার ওয়েবসাইটে প্রতিটি পয়েন্ট = 1 জন আলেক্সা টুলবার / প্লাগইন ব্যবহারকারীদের কাছ থেকে হিট পাবেন।
4. আপনার ওয়েবসাইট হিট আলেক্সা টুলবার surfers থেকে অতএব এবং আপনার Alexa Rank মান বৃদ্ধি প্লাস আপনার ওয়েবসাইটের দর্শক বিনামূল্যে পায় পায় এটির মাধ্যমে।
5. সার্ফিং হয় ঝগড়া মুক্ত এবং 100% স্বনির্দেশকারী.
ব্যবহার করে সংক্ষেপে, আপনার Alexa Rank মান বৃদ্ধি  করা সম্ভব | AlexaBoostup.com আপনি আপনার উন্নত আলেক্সা রান্কিং পেতে, বিনামূল্যে ওয়েবসাইট জন্য উন্মুক্ত নতুন দর্শক এবং উন্নত তৃতীয় পক্ষের পরিসংখ্যান যাও.

Read More

তৈরি করুন ওয়াইফাই

| |
0 comments
আপনার ল্যাপটপে থাকা ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ থেকেই তৈরি করতে পারেন তারহীন দ্রতগতির ওয়াইফাই সংযোগ। এর ফলে দ্রুতগতির ইন্টারনেট-সুবিধা পেতে পারেন এবং সেটি কম্পিউটার, ল্যাপটপ, স্মার্টফোন কিংবা ট্যাবলেটেও ব্যবহার করতে পারেন। ব্রডব্যান্ড থেকে ওয়াইফাই-সুবিধা তৈরি করতে চাইলে http://biblprog.org.ua/en/connectify ঠিকানা থেকে Connectify_Hotspot নামের সফটওয়্যারটি নামিয়ে নিন। ইনস্টল করে নিন নিজের ল্যাপটপে। তারপর ল্যাপটপটির আশপাশে অন্য একটি ল্যাপটপ অথবা স্মার্টফোন দিয়ে ব্যবহার করুন তারবিহীন ওয়াইফাই ইন্টারনেটসেবা। এ ক্ষেত্রে যে ল্যাপটপে ব্রডব্যান্ড সংযোগ আছে, সেটি একটি রাউটার হিসেবে কাজ করবে। সফটওয়্যারটি ইনস্টল করার পর অন্য ল্যাপটপ ও মোবাইলে ইন্টারনেট সংযোগ পাওয়ার জন্য একটি গোপন নম্বর (পাসওয়ার্ড) চাইবে, যা অ্যাডমিন হিসেবে আপনাকে বসাতে হবে ও কানেক্ট বোতামে ক্লিক করতে হবে।
এ ক্ষেত্রে পছন্দসই একটি গোপন নম্বর দিন। এ গোপন নম্বরটি মনে রাখুন। এ ওয়াইফাই সংযোগ থেকে ইন্টারনেট সংযোগ পেতে চাইলে অবশ্যই এ গোপন নম্বরটি লাগবে। এবার উপভোগ করুন ওয়াইফাই ইন্টারনেট সেবা। ডেস্কটপে এই ব্যবস্থা করতে গেলে অবশ্যই ওয়াইফাই যন্ত্র লাগবে।
Read More

Wednesday, March 27, 2013

বিশ্বের ক্ষুদ্রতম স্মার্টফোন চার্জার

| |
0 comments
মুঠোফোনে কথা বলতে না বলতেই চার্জ শেষ? আশপাশে চার্জ দেওয়ার সুযোগ-সুবিধাও নেই! কী আর করা; পকেটে রাখা চাবির রিং থেকে চার্জ দিয়েই প্রয়োজনীয় কথা সেরে ফেলুন। বিষয়টা কিন্তু বাস্তবে খুব শিগগির ঘটতে যাচ্ছে। বিনিয়োগ পেলে কিছুদিনের মধ্যেই ‘ফুয়েল মাইক্রো’ নামের একটি ক্ষুদ্রাকৃতির মুঠোফোন চার্জার তৈরি হয়ে যাবে। অন্তত কিকস্টার্টার নামের একটি ওয়েবসাইটে বিনিয়োগ চেয়ে এমন একটি প্রকল্প সম্প্রতি জমাও পড়েছে।
ফুয়েল মাইক্রো নামের এ চার্জারটিকে চাবির রিং হিসেবেও ব্যবহার করা যাবে। যুক্তরাষ্ট্রের এক প্রযুক্তি পণ্য উদ্ভাবক কিকস্টার্টারে তাঁর এ বিষয়ক প্রকল্পটি প্রকাশ করেছেন। দুই লাখ ডলার বিনিয়োগ পাওয়ার লক্ষ্য নিয়ে এ প্রকল্পটি চালু করেছেন মেকার্স ডেভোটেক নামের এই প্রযুক্তি উদ্ভাবক। মেকার্সের প্রকল্পটিতে বলা হয়েছে, ‘ফুয়েল মাইক্রো’ হতে যাচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম মুঠোফোন চার্জার।
‘ফুয়েল মাইক্রো’ চার্জারটি জরুরি চার্জ দেওয়ার জন্য সঙ্গে রাখা যাবে এবং চাবির রিং হিসেবেও ব্যবহার করা যাবে। ফুয়েল মাইক্রোতে যে পরিমাণ চার্জ থাকবে, তাতে আধা ঘণ্টা কথা বলা যাবে। একবার চার্জ দিলে তিন মাস পর্যন্ত এ চার্জারটিতে চার্জ থাকবে, যা জরুরি সময়ে কাজে লাগানো যাবে।
ফুয়েল মাইক্রোর সঙ্গে থাকা ইউএসবি চার্জার দিয়ে আইফোন বাদে সব স্মার্টফোনেই চার্জ দেওয়া যাবে। পরবর্তী সময়ে আইফোনের জন্য আলাদা সংস্করণ তৈরি করবে মেকার্স ডেভোটেক। অ্যালুমিনিয়ামের তৈরি এ পণ্যটির দাম হবে ২৫ মার্কিন ডলার।
Read More

Tuesday, March 26, 2013

মহাবিশ্ব সৃষ্টিরহস্য নিয়ে নতুন তথ্য

| |
0 comments
মহাবিস্ফোরণ বা বিগ ব্যাং-পরবর্তী পর্যায়ে চোখের পলকে লাখ লাখ গুণ প্রসারিত হয়েছে পৃথিবী। প্ল্যাংক স্পেস টেলিস্কোপ জানাচ্ছে, অদৃশ্য অন্ধকার শক্তি (ডার্ক এনার্জি) তুলনামূলক কম এবং মহাবিশ্বে কৃষ্ণবস্তুর (ডার্ক ম্যাটার) উপস্থিতি পূর্ব ধারণার চেয়ে বেশি।
 কৃষ্ণ বস্তুর প্রকৃতি সম্পর্কে বিজ্ঞানীরা এখনো স্পষ্ট ধারণা পাননি। তবে মহাবিশ্বের মোট ভরের পাঁচ ভাগের মধ্যে চার ভাগের জন্যই এসব কৃষ্ণবস্তু দায়ী বলে ধারণা করা হয়।
 অন্ধকার শক্তি (ডার্ক এনার্জি) বলতে মহাশূন্যজুড়ে বিস্তৃত শক্তির অনুমানভিত্তিক একটি রূপ বোঝায়। মহাবিশ্বের সম্প্রসারণের হার বৃদ্ধিতে এ অন্ধকার শক্তির ভূমিকা রয়েছে বলে বিজ্ঞানীদের ধারণা।
১: মহাবিস্ফোরণ: সৃষ্টিলগ্নে পৃথিবী ছিল একটি উত্তপ্ত ও শুষ্ক আগুনের গোলা। এটি ১০৩২ ডিগ্রি কেলভিন তাপমাত্রায় প্রসারিত হয়েছে।
২: এক সেকেন্ড পর: তাপমাত্রা এক হাজার কোটি ডিগ্রিতে নেমে আসে।
৩: ১০০ সেকেন্ড পর: তাপমাত্রা ১০০ কোটি ডিগ্রিতে নেমে আসে এবং মৌলিক কণিকা ও বিকিরণ একীভূত হয়।
৪: ৩,৮০,০০০ বছর পর: তাপমাত্রা তিন হাজার ডিগ্রিতে নেমে আসে এবং হাইড্রোজেন পরমাণু গঠিত হয়। বিকিরণ ও বস্তুর বিচরণ প্রথমবারের মতো একসঙ্গে ঘটতে থাকে।
৫: অন্ধকার যুগ: তারকার জন্ম তখনো হয়নি। বিকিরণ ছাড়া আর কোনো আলো তখনো দেখা যায়নি।
৬: ২০ কোটি বছর পর: প্রথম তারকা ও ছায়াপথ সৃষ্টি হয়।
৭: ৯০০ কোটি বছর পর: গ্যাসীয় বিস্ফোরণের ধ্বংসাবশেষ ও ধুলার সমন্বয়ে ছায়াপথে সূর্য গঠিত হয়। পৃথিবীর সৃষ্টি আরও ৫০ কোটি বছর পর।
৮: আজকের পৃথিবী: এক হাজার ৩৮২ কোটি বছর পর।
Read More

Sunday, March 24, 2013

স্মার্টফোন ও ট্যাবলেটের দরদাম

| |
0 comments
গতকাল শনিবার ঢাকার একাধিক মোবাইল ফোন ও কম্পিউটার বাজার থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।

স্মার্টফোন
স্যামসাং: গ্যালাক্সি ওয়াই ডুয়োস ১৩,৯০০; গ্যালাক্সি ওয়াই কালার প্লাস ১২,৩০০; গ্যালাক্সি ওয়াই ইয়ং ৯,৯০০; গ্যালাক্সি নোট টু ৬৫,৫০০; গ্যালাক্সি এসথ্রি ৫৫,০০০; গ্যালাক্সি ট্যাব টু ৩৫,০০০; গ্যালাক্সি এস ডুয়োস ২৩,৫০০; গ্যালাক্সি এইস ১৯,৫০০; গ্যালাক্সি মিউজিক ডুয়োস ১৫,৯০০ ও গ্র্যান্ড ডুয়োস ৩১,০০০ টাকা।
নকিয়া: লুমিয়া-৯২০ ৫২,০০০; লুমিয়া-৮২০ ৩৮,০০০, এন-৯ ৫২,০০০ ও ৮০৮ ৫১,০০০ টাকা।
অ্যাপল: আইফোন ফাইভ ৫৮,০০০; আইফোন ফোর এস ৪৯,৫০০; আইফোন থ্রি ৩২,০০০ টাকা।
সনি এরিকসন: এক্সপেরিয়া জেড ৬০,০০০; এক্সপেরিয়া আয়ন ৩০,৫০০; এক্সপেরিয়া টি ৩৩,০০০; এক্সপেরিয়া ভি ৩৫,০০০; এক্সপেরিয়া জে ১৮,৭০০; এক্সপেরিয়া পি ২৩,০০০; এক্সপেরিয়া ইউ ১৭,০০০; আরএস ২২,৫০০; এক্সপেরিয়া সোলা ১৮,৩০০; এক্সপেরিয়া নিও ১৬,৫০০; এক্সপেরিয়া লাইভ ১৫,০০০; এক্সপেরিয়া এসএল ২৯,০০০; এসিআরওএস ৩১,০০০ ও ট্রিক্স ৩৫,০০০ টাকা।
ব্ল্যাকবেরি: জেট টেন ৫৫,০০০; ৯৯০০ ৪৩,০০০; ৯৭০০ ৩৫,০০০ ও ৯৮০০ ৩৫,০০০ টাকা।
ওয়ালটন: প্রিমো ৭,৪৯০; প্রিমো এফ ওয়ান ৯,৯৯৯; প্রিমো জি ওয়ান ১২,৪৯০; জি টু ১৩,৫৯০ ও আরওয়ান ১৩,৯৯০ টাকা।
সিম্ফোনি: থ্রিজি এক্সপ্লোরার ডব্লিউ-৩০ ৬,৫৯০; ডব্লিউ৭০ ১০,১৯০; এফটি৪৫ ৪,৪৯০ ও এফটি৩৭ ৪,০৯০ টাকা।

ট্যাবলেট কম্পিউটার
স্যামসাং: গ্যালাক্সি ট্যাব টু ১০.১ ১৬জিবি ৩৭,০০০; ট্যাব২৭.০ ১৬জিবি ২৯,০০০; ট্যাব ২৭.০ ৮জিবি ২৭,০০০; ট্যাব ১০১ ওয়াই-ফাই ৩২,০০০; গ্যালাক্সি ট্যাব টু জিটি-পি ৩১০০ ৩১,০০০ ও ট্যাব টু জিটি ৫১০০ ৪২,০০০ টাকা।
অ্যাপল: আইপ্যাড মিনি ১৬জিবি ৪১,০০০; ৩২জিবি ৫০,০০০; ৬৪ জিবি ৫৪,০০০ ও আইপ্যাড-৪ ৮জিবি ৩৯,০০০ টাকা।
আসুস: নেচার-৭ ২৩,৯০০; ওয়াই-ফাই থ্রিজি ৩২,৯০০ টাকা।
সনি: এসজিপিটি থ্রি ৩৯,০০০, এসজিপি টু ৪৯,০০০ ও ট্যাবলেট পি-এসজিপিটি টু ৪৫,০০০ টাকা।
লেনেভো: এ২-১০৭এ ২৪ হাজার টাকা।
ফুজিৎসু: ট্যাব এম৫৩২ ৬০,৫০০ টাকা।
তোশিবা: এটি-১০০ ৪১,৫০০ টাকা।

স্মার্ট ওয়াচ
সনি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ: ১১,৯০০ টাকা।
Read More

Thursday, March 21, 2013

শুরু হলো ‘রেডিও স্বাধীন ৯২.৪ এফএম’

| |
0 comments
আনুষ্ঠানিক সম্প্রচার শুরু করেছে ‘রেডিও স্বাধীন ৯২.৪ এফএম’। গতকাল বুধবার দুপুরে রাজধানীর এশিয়াটিক সেন্টারে এ সম্প্রচার উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রেবা রানী সাহা, এশিয়াটিক থ্রি সিক্সটির গ্রুপ চেয়ারম্যান আলী যাকের, রেডিও স্বাধীন ৯২.৪ এফএমের ব্যবস্থাপনা পরিচালক সারা যাকের, পরিচালক আসাদুজ্জামান নূর, নির্বাহী পরিচালক নেভিল ফেরদৌস হাসান ও পরিচালক ইরেশ যাকের।
হাসানুল হক ইনু বলেন, ‘জনগণের জন্য তথ্যের সহজ অধিকারে বিশ্বাসী গণতন্ত্র। রেডিও একটি শক্তিশালী মাধ্যম এবং জনতা ও সরকারের মধ্যকার একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধ। রেডিও গণতন্ত্রের আরেকটি প্রতিরূপ। আশা করব, স্বাধীনতাযুদ্ধ আর গণতন্ত্রের মূল্যবোধে রেডিও স্বাধীন সমগ্র জাতি ও বাংলাদেশের জনগণের সেবায় নিয়োজিত থাকবে।
Read More

১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক ছুঁয়েছে ইউটিউব

| |
0 comments
গুগলের ভিডিও শেয়ার করার ওয়েবসাইট ইউটিউব ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। আজ ২১ মার্চ বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে গুগল জানিয়েছে, মাসিক ইউনিট ভিজিটর বা প্রতি মাসে একবার অন্তত ইউটিউবের ভিডিও দেখেন এমন সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ১০০ কোটি ছাড়িয়েছে। খবর রয়টার্সের।
গুগল কর্তৃপক্ষ জানিয়েছে, ইন্টারনেট ব্যবহারকারীর ৫০ শতাংশ মানুষই এখন ইউটিউবের ভিডিও দেখেন।
সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ১০০ কোটি ব্যবহারকারীর মাইলফলক স্পর্শ করেছিল ২০১২ সালে।
Read More

সাত বছরে টুইটার

| |
0 comments
আজ ২১ মার্চ মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটার তাঁর ৭ বছর পূর্ণ করল। মাত্র ১৪০ অক্ষরে মনের ভাব প্রকাশ করা বা টুইটের মাধ্যমে সারা বিশ্বের সামাজিক যোগাযোগের অন্যতম মাধ্যম হিসেবে পরিচিতি পেয়েছে টুইটার। আরব বসন্ত, সামাজিক আন্দোলনসহ বিভিন্ন ক্ষেত্রে টুইটারকে বেছে নিয়েছেন ব্যবহারকারীরা।
টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে টুইটারে ২০ কোটি সক্রিয় ব্যবহারকারী আছেন। প্রতিদিন টুইটার প্ল্যাটফর্ম ব্যবহার করে ৪০ কোটিরও বেশি টুইট করা হয়।
টুইটারের জন্মদিন উপলক্ষে আজ টুইটার কর্তৃপক্ষ একটি ভিডিও পোস্টের মাধ্যমে টুইটারের বিভিন্ন অর্জনগুলো তুলে ধরেছে।
২০০৬ সালের ২১ মার্চ টুইটার প্রথম চালু করেছিলেন প্রতিষ্ঠান জ্যাক ডরসি। ১৫ জুলাই টুইটার আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছিল। ‘জাস্ট সেটিং আপ মাই টুইটার’ নামে প্রথম টুইট করেছিলেন তিনি।

এক নজরে টুইটার

ধরন: ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান
সদর দপ্তর: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে
টুইটারের প্রধান ব্যক্তি: জ্যাক ডরসি (চেয়ারম্যান), ডিক কোসটোলো (সিইও), ইভান উইলিয়ামস (উত্পাদন কৌশল), বিজ স্টোন (ক্রিয়েটিভ ডাইরেক্টর)
আয়: ১৫ কোটি ডলার
কর্মী: ৩৫১ জন
সাইটের ধরন: সামাজিক যোগাযোগ, মাইক্রোব্লগিং
সক্রিয় ব্যবহারকারী: ২০ কোটি
প্রতিদিন টুইট: ৪০ কোটি
ওয়েবসাইট: টুইটার ডটকম
Read More






Backlink Builder

Enter Keyword (Theme)

BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.

Translate

adf

ShareThis