Friday, April 5, 2013

দেড় মাসের মধ্যে বাংলাদেশে পেপাল চালু হবে

| |
0 comments
আগামি দেড় মাসের মধ্যে দেশে ইন্টারনেটে অর্থ লেনদেনের জনপ্রিয় পদ্ধতি পেপাল চালু হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গতকাল সিলেটের ই-বাণিজ্য মেলার উদ্বোধনকালে তিনি এ তথ্য জানান। রিকাবীবাজারের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে সকাল ১১টায় ভিডিও সম্মেলনের মাধ্যমে অর্থমন্ত্রী তিনদিনব্যাপি ই-কমার্স মেলা উদ্বোধন করেন।
তিনি বলেন, 'ই-কমার্স কেনাকাটা ও ব্যবসা বাণিজ্যকে আরো অনেক সহজ করতে পারে। পেপাল চালু হলে আউট সোর্সিংয়ের সাথে জড়িত তরুণ প্রজন্ম উপকৃত হবে। তখন তাদের অর্জিত অর্থ কোন মাধ্যম ছাড়াই সরাসরি অ্যাকাউন্টে জমা হবে।'
মেলা প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন সিলেটের মেয়র বদর উদ্দিন কামরান, বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম, জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, কম্পিউটার জগতের সহকারী সম্পাদক এম এ হক অনু এবং কারিগরি সম্পাদক মোহাম্মদ আবদুল ওয়াহেদ তমাল।
ই-কমার্সের সঙ্গে জড়িত ৪৫টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান মেলায় তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে।
প্রতিদিন সকাল ১০টায় থেকে রাত ৮টা পর্যন্ত মেলা চলবে। সবার জন্য উন্মুক্ত এ মেলার হালনাগাদ তথ্য জানা যাবে www.e-commercefair.com ওয়েবসাইটে।
সিলেট জেলা প্রশাসন ও মাসিক 'কম্পিউটার জগৎ' এ মেলার আয়োজক।
Read More

Monday, April 1, 2013

এবার কাজ করুন Facebook ও Twitter এর

| |
3 comments

Facebook এ বসে শুধু সময় নষ্ট করবেন? নাকি আপনার Facebook ও Twitter একাউন্টের মাধ্যমে কিছু Euro কামাবেন? হ্যাঁ. এখন আপনি চাইলে আপনার Facebook এবং Twitter একাউন্টের মাধ্যমে কিছু Euro কামাতে পারবেন। আপনাকে আজ এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে আপনি এই ইউরো কামাতে পারবেন। সাইটটির নাম হচ্ছে Fanslave. শুধুমাত্র Like & Follow এর মাধ্যমেই আপনি দিনে ২০ মিনিটের চেয়ে কম কাজ করে .50 ইউরো আয় করতে পারবেন। আপনি ১৫ ইউরো হলেই PayPal বা Alertpay এর মাধ্যমে Pay out করতে পারবেন। আর আপনারা জানেন যে, ১ ইউরো সমান ১১০ টাকা। তবে আর দেরি কেন? ***তবে আর দেরি কেন? আজই Register করে আয় শুরু করে দিন। 
রেজিস্ট্রেশনপদ্ধতি: Click Here প্রথমে এই লিঙ্ক এ গিয়ে রেজিস্ট্রেশান করুন।
প্রতিদিন ২-৩ বার একাউন্টে ঢুকে পেজ লাইক করবেন।  

রেফারেলের মাধ্যমে আয়: আছে আয় করার জন্য ১৫% রেফারেল ইনকাম। আপনার রেফারেল লিংকের মাধ্যমে যারা জয়েন করবে, তারা যত ইউরো আয় করবে আপনি পাবেন তার পুরো আয়ের ১৫%। প্রচুর পরিমানে আয় করার জন্যে এটা একটা বড় সুযোগ নয় কি? আমি এখানে একটি হিসাব দিচ্ছি- মনে করুন, আপনি ৫০ জনকে রেফার করলেন। এবং তারা প্রত্যেকে মাসে ৩০ ইউরো করে আয় করছে। তাহলে আপনার আয় দাড়াল (৫০*৩০=১৫০০)১৫% সমান ২২৫ ইউরো বা (২২৫*১১০=২৪৭৫০) ২৪৭৫০ টাকা প্রতি মাসে অতিরিক্ত আয়। আপনি যদি আরও বেশি রেফার করতে পারেন, তাহলে তো আরো অনেক বেশি ইনকাম। আর আপনার নিজস্য আয় তো থাকবেই। এত সহজে এরকম আয় করার সুযোগ আর কোথাও কারো জানা আছে কি??????? অনেকে প্রশ্ন করতে পারেন যে, এত তারাতারি এত রিফার করব কিভাবে? আমি বলব, যেকোন ধরনের আয় করতে হলে প্রথমে কম কম আয় করে হলেও দু-এক মাস কাজ করার পর আপনি প্রচুর পরিমান আয় করতে পারবেন। উল্লেখ্য, প্রথম প্রথম আপনি খুব বেশি পেজ পাবেন না। তাই প্রথমে আপনি খুব বেশি আয় করতে না পারলেও কাজ চালিয়ে যান। যখন আপনার Fan Rank বাড়বে সাথে সাথে আপনার আয়ও বাড়বে, প্রথমে আপনার Fan Rank 01 ( One) থাকবে, যা পরবর্তীতে 10 (Ten) পর্যন্ত বাড়বে। তবে তার জন্য আপনার রেফার বাড়াতে হবে এবং Facebook এর ফ্রেন্ড সংখ্যাও বাড়াতে হবে। রেফার না বাড়ালে Fan Rankও বাড়বে না, আর Fan Rank না বাড়লে আয়ও বাড়বে না। সুতরাং যত বেশি রেফার তত বেশি আয়। ***তবে আর দেরি কেন? আজই রেজিস্ট্রেশান করে আয় শুরু করে দিন।

Fanslave থেকে অন্যান্ন সুযোগ সুবিধা: এখান থেকে আপনি উপার্জন ছাড়াও অন্যান্ন সুযোগ-সুবিধা পেতে পারেন। যেমন- আপনার যদি একটি ফেসবুক ফ্যান পেজ থাকে তাহলে আপনি কিছু ক্রেডিটের বিনিময়ে আপনার পেজের লাইক বাড়িয়ে নিতে পারেন। এছাড়াও রয়েছে অন্যান্ন সুযোগ-সুবিধা। যা আপনি তাদের সাইট ভিসিট করলেই জানতে পারবেন।

টাকা উত্তোলন: আপনার একাউন্টে মাত্র ১৫ ইউরো হলেই আপনি তা এলার্টপে বা পেপালের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।ওহ ভাল কথা, আপনাকে টাকা তুলতে হলে payza(সাবেক Alert pay) অ্যাকাউন্ট থাকতে হবে।
কি ভাবে এলার্টপে একাউন্ট পেতে পারি বা ওপেন করতে পারি। Just Click Here 
Read More






Backlink Builder

Enter Keyword (Theme)

BOUNDOLA.COM ( 2010-2013). Powered by Blogger.

Translate

adf

ShareThis